Kalyan Jewellers: সোনায় বিনিয়োগ করেও এত বিপুল রিটার্ন পাওয়া যেত না। তার থেকে অনেক গুণে বেশি রিটার্ন এনে দিয়েছে সোনা হীরের গয়না নির্মাতা এই সংস্থার স্টক। বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। আর ভারতে বরাবরই সোনা কেনার একটা চল রয়েছে, ফলে বাজারে সোনার চাহিদা সবসময়ই বেশি থাকে, বিগত কয়েক মাসে সোনার দামেও (Gold Price Hike) বিরাট উত্থান এসেছে। কিন্তু সোনা না কিনে এই সংস্থার স্টকে ১০ লাখ টাকা বিনিয়োগ করলে মাত্র ৪ বছরের মধ্যেই আপনি ১.৩০ কোটি টাকার রিটার্ন পেতেন। সংস্থার নাম কল্যাণ জুয়েলার্স (Kalyan Jewellers Stock)।


২০২১ সালে এসেছিল আইপিও


২০২১ সালের মার্চ মাসে কল্যাণ জুয়েলার্সের আইপিও এসেছিল বাজারে। ৮৭ টাকার ইস্যু প্রাইসে বিনিয়োগকারীদের থেকে অর্থ সংগ্রহ করেছিল এই আইপিও। আর লিস্টিংয়ের প্রথম দিনেই কল্যাণ জুয়েলার্সের স্টকের দাম ইস্যু প্রাইসের থেকে কমে ৭৫.২০ টাকায় বন্ধ হয়। আর সেই স্তর থেকে ১০ গুণ বেড়ে গিয়েছে এখন শেয়ারের দাম। ৭৮৬.২৫ টাকার সর্বোচ্চ উচ্চতা ছুঁয়ে ফেলেছিল এই শেয়ার। ২০২৪ সালের ৪ ডিসেম্বর এই কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম ছিল ৭২৩ টাকা।


২০২২ সালের জুনের পরে ১২ গুণ দাম বৃদ্ধি


২০২২ সালের জুন মাসে কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম ৫৫ টাকায় নেমে আসে। আর এই দামে ২০২২ সালেই যদি বিনিয়োগকারীরা সোনা কেনার বদলে এই সংস্থার স্টক কিনে রাখতেন তাহলে তাদের বিনিয়োগ করা টাকা আজ ১২ গুণ বেড়ে যেত। মাত্র আড়াই বছরেই এই স্টকে মিলেছে মাল্টিব্যাগার রিটার্ন।


জুন ২০২২-এ আপনি যদি কল্যাণ জুয়েলার্সের স্টকে ১০ লাখ টাকা বিনিয়োগ করতেন তাহলে আজকের দিনে সেই বিনিয়োগ হয়ে যেত ১.৩০ কোটি টাকা। আর ১০ গ্রাম সোনা যদি আপনি ৫১ হাজার টাকার মূল্যে কিনতেন, ১০ লাখ টাকা দিয়ে ২০০ গ্রাম সোনা কেনা থাকত তাহলে সেই বিনিয়োগ থেকে আপনি পেতেন মাত্র ১৫.২০ লাখ টাকা।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Gold Price: লক্ষ্মীবারে আবার বদলে গেল সোনার দাম, এখন সস্তায় কেনার সুযোগ পাবেন ?