Layoffs 2023: গতবছর অর্থাৎ ২০২২ সাল থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে কর্মী ছাঁটাই প্রক্রিয়া। সম্প্রতি জানা গিয়েছে, গুগল এবং রিলায়েন্সের রিটেল সমর্থিত বেঙ্গালুরুর স্টার্ট আপ সংস্থা একসঙ্গে ৩০০ জন কর্মীকে ছাঁটাই করেছে। পরিসংখ্যান বলছে, এই পরিমাণ ওই সংস্থার ওয়ার্কফোর্সের প্রায় ৩০ শতাংশ। অর্থাৎ একধাক্কায় কোম্পানির ওয়ার্কফোর্স ৩০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি বেঙ্গালুরুর ওই স্টার্ট আপ সংস্থা তাদের ব্যবসায়িক পরিকাঠামোতেও কিছু পরিবর্তন আনতে চলেছে। একটি কুইক গ্রসারি ডেলিভারি সংস্থায় এই ছাঁটাই হয়েছে। এই সংস্থার নাম ডুনজো। 


কর্মী ছাঁটাই ডুনজো সংস্থায়


কুইক গ্রসারি ডেলিভারি সংস্থা হিসেবে বেশ জনপ্রিয় বেঙ্গালুরুর স্টার্ট আপ। তারাই আবারও কর্মী ছাঁটাই করেছে। অর্থাৎ এর আগেও কর্মী ছাঁটাই হয়েছিল ডুনজো সংস্থায়। কতজন কর্মী ছাঁটাই করা হয়েছে তার নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। কিন্তু শোনা যাচ্ছে, প্রায় ৩০০ কর্মী ছাঁটাই করা হয়েছে এই সংস্থায়। কর্মীদের একসঙ্গে ফোন করে ছাঁটাই করা হয়েছে। এর ফলে একধাক্কায় সংস্থার ওয়ার্কফোর্স ৩০ শতাংশ কমে গিয়েছে। খরচ নিয়ন্ত্রণের জন্যই এই ছাঁটাই করা হয়েছে। আগামী দিনে আরও কর্মী ছাঁটাই হওয়ার আশঙ্কা করছেন অনেকে। ২০২২ সালে অর্থাৎ গতবছরের অর্থবর্ষে ডুনজো সংস্থার মোট ক্ষতি হয়েছে ৪৬৪ কোটি টাকা। 


Tech Layoffs: থামছে না কর্মী ছাঁটাই পর্ব। মার্কিন মুলুকে মন্দার প্রভাব পড়ছে বিশ্বের কর্মসংস্থানের বাজারে। এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে 'টেক জায়ান্ট' অ্যাপল (Apple Layoffs)। আইফোনের নির্মাতা অ্যাপল এখন নতুন করে প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাই শুরু করেছে। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, ইতিমধ্যেই বিপুল কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করে ফেলেছে অ্যাপল। স্বল্প স্তরে এই কোম্পানি অনেক কর্মচারীকে ছাঁটাই করবে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, অ্যাপল কর্পোরেট দল থেকে কিছু কর্মীকে ছাঁটাই করছে।


এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে ম্যাকডোনাল্ডস (McDonald's)। বিশ্বের বৃহত্তম ফাস্ট-ফুড চেইনগুলির মধ্যে একটি এই বার্গার (Burger) প্রস্তুতকারী সংস্থাটি। জানা গিয়েছে, এই সপ্তাহে সাময়িকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) সমস্ত অফিস বন্ধ করেছে ম্যাকডোনাল্ডস। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থায় নতুন করে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে সংস্থা। কতজন কর্মচারীকে বরখাস্ত করা হবে তা স্পষ্ট নয়। একটি মেইলে বলেছে, 'আমরা সংগঠনের ভূমিকা এবং কর্মীদের স্তরের সঙ্গে সম্পর্কিত মূল সিদ্ধান্তগুলিকে যোগাযোগ করব।'


আরও পড়ুন- ওয়ানপ্লাসের নতুন ফোনে দুর্দান্ত চার্জিং ফিচার, একবার চার্জ দিলেই নাগাড়ে চলবে সারাদিন