OnePlus Nord CE 3 Lite 5G: ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি (OnePlus Nord Ce 3 Lite 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। ওয়ানপ্লাসের নর্ড সিরিজের (OnePlus Nord Series) এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। গতবছর লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি ফোন। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছ ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন ফোন। এই ফোনে রয়েছে একটি ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট।
ওয়ানপ্লাস নর্ড সিই৩ লাইট ৫জি ফোনের দাম
ভারতে এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্তোড়েজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। প্যাস্টেল লাইম এবং ক্রোম্যাটিম গ্রে- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই৩ লাইট ৫জি ফোন। আগামী ১১ এপ্রিল থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ওয়ানপ্লাসের অনলাইন স্টোর এবং অ্যামাজন ইন্ডিয়ার সাইট থেকে। এছাড়াও পাওয়া যাবে বিভিন্ন রিটেল স্টোরে। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড বা ইএমআই ট্রানজাকশনের মাধ্যমে এই ফোন কিনলে ১০০০ টাকা ফ্ল্যাট ছাড় পাবেন ক্রেতারা।
ওয়ানপ্লাস নর্ড সিই৩ লাইট ৫জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার
- ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১২ এবং OxygenOS 13.1- এর সাহায্যে পরিচালিত হবে ফোন। দুটো OxygenOS আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই ফোনে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন।
- এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোনের স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। ডুয়াল স্টিরিও স্পিকারের সঙ্গে এই ফোনে রয়েছে নয়েজ ক্যানসেলেশন ফিচারও।
- জানা গিয়েছে, ওয়ানপ্লাস নর্ড সিই৩ লাইট ৫জি ফোনে শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র ৩০ মিনিট। একবার চার্জ দিলে সারাদিন ভালভাবেই এই ফোন ব্যবহার করা যাবে বলে দাবি করেছে ওয়ানপ্লাস সংস্থা।