ত্রিনিদাদ: ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টি-টোয়েন্টি (T20) সিরিজ খেলতে ত্রিনিদাদ পৌঁছে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma), ঋষভ পন্থ, দীনেশ কার্তিকরা (Dinesh Karthik)। এছাড়াও টি-টোয়েন্টি স্কোয়াডের বাকি সদস্যরাও পৌঁছে গেলেন ত্রিনিদাদে (Trinidad)। বিসিসিআইয়ের তরফে ট্যুইটে ও ইনস্টাগ্রামে রোহিতদের টিম হোটেলে ঢোকার ক্লিপিংস পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ত্রিনিদাদে উপস্থিত ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর থেকে শুরু করে অন্যান্য সাপোর্ট স্টাফরা বরণ করে নিচ্ছেন ভুবনেশ্বর, অশ্বিনদের।
ত্রিনিদাদে পৌঁছনোর ছবি পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট দলের সোশাল মিডিয়া
শিখর ধবনের নেতৃত্বে ওয়ান ডে সিরিজে ইতিমধ্যেই জিতে নিয়েছে। এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। তার আগেই শেষ ম্যাচে ২ উইকেট দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারতীয় দল। অক্ষর পটেল ঝোড়াে অপরাজিত অর্ধশতরান হাঁকিয়েছেন। বল হাতে এক উইকেট নেওয়ার পর, সাত নম্বরে ব্যাট করতে নেমে অক্ষর ৩৫ বলে ৬৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন অক্ষর। তার সুবাদেই ম্যাচ জেতে ভারত। এই অসামান্য ইনিংসের পর সমর্থক থেকে বিশেষজ্ঞ, সকলেই অক্ষরকে প্রশংসায় ভরিয়ে দেন। বাদ যাননি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)। তিনি সোশ্যাল মিডিয়ায় অক্ষরকে বাহবা দেন। তবে একেবারে গুজরাতি ভাষায়। সেই পোস্ট নিয়ে কার্যত হইচই পড়ে যায়। রোহিত যা লেখেন তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, 'গতকাল টিম ইন্ডিয়া অসাধারণ পারফর্ম করেছে। বাপু সবকিছু ঠিক আছে।'
আরও পড়ুন: বিশাল ধাক্কা! কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া