নয়া দিল্লি: টম্যাটো দামে কার্যত নাভিশ্বাস উঠেছে আমজনতার। বাজারে টম্যাটো (Tomato) কিনতে গিয়ে পকেট ফাঁকা মধ্যবিত্তের। শুধুমাত্র কোনও একটি-দুটি রাজ্যে নয়, গোটা দেশজুড়েই ক্রমবর্ধমান টম্যাটোর মূল্য। দেশের অনেক রাজ্যে টম্যাটোর দাম কেজি প্রতি ১০০ টাকার উপরে। কোথাও কোথাও টম্যাটোর দাম কেজিতে ১৫০ টাকা ছাড়িয়ে গেছে। গত সপ্তাহে ৩০০ টাকা কেজি দরে বিকিয়েছে টম্যাটো।
এই পরিস্থিতিতে স্বাধীনতা দিবস উপলক্ষে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NCCF) এবং ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (NAFED)। বলা হয়েছে ১৫ অগাস্ট প্রতি কেজি টম্যাটো ৫০ টাকায় বিকোবে। খুচরো বাজারে টম্যাটোর দাম কমাতেই এই সিদ্ধান্ত। নিত্যপ্রয়োজনীয়কে আরও সাশ্রয়ী এবং সাধারণ জনগণের জন্য সহজলভ্য করতে এই ভাবনা।
সাম্প্রতিক সপ্তাহগুলিতে টম্যাটোর দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে এটি দেশের কিছু অংশে প্রতি কেজি প্রায় ৭০ টাকায় বিক্রি হচ্ছে। একটি সরকারী বিবৃতি অনুসারে, দিল্লিতে ১৪ জুলাই টম্যাটোর খুচরা বিক্রয় শুরু হয়েছে। ১৩ আগস্ট পর্যন্ত, দুটি সংস্থা মোট ১৫ লক্ষ কিলোগ্রাম টম্যাটো সংগ্রহ করেছিল।
প্রাথমিকভাবে, NCCF এবং NAFED জানিয়েছে সংগৃহীত টম্যাটোর খুচরা মূল্য প্রতি কেজি ৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ১৬ জুলাই থেকে প্রতি কেজি ৮০ টাকা এবং তারপর ২০ জুলাই থেকে ৭০ টাকা প্রতি কেজিতে কম করা হয়েছিল। ভোক্তাদের সুবিধার্থে ১৫ অগাস্ট ৫০ টাকা কিলো প্রতি বিক্রি করা হবে।
আরও পড়ুন, হিমাচলে প্রকৃতির প্রলয়, মেঘ ভাঙা বৃষ্টি-ধসে বাড়ছে মৃত্যু, নদীগ্রাসে ঘর-বাড়ি
এর আগে টম্যাটোর বাড়তি দাম কমানোর আশা দেখিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেছিলেন, 'ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমারস ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এনসিসিএফ) দ্রব্যমূল্য স্বাভাবিক করতে এই সপ্তাহে ভর্তুকি দিয়ে দিল্লি ও অন্যান্য এলাকায় টম্যাটো বিক্রি করবে। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক থেকে টম্যাটো সংগ্রহ করা হচ্ছে। ১৪ জুলাই থেকে একই পদ্ধতি চালু করা হচ্ছে বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, দিল্লি এবং রাজস্থানে’।
টম্যাটোর দাম বৃদ্ধির সমাধান করতে ভারত আমদানি নিষেধাজ্ঞা তুলে নিয়ে নেপাল থেকে টম্যাটো আমদানি শুরু করেছে বলেও জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।