নয়াদিল্লি : সোনার খনির মতোই মূল্যবান গ্রিন এনার্জি, বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi)। বাজেট পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রাখারা মাঝে যেমনটা বলেছেন তিনি। এহেন ১২ টি ওয়েবিনার আয়োজন করা হবে, যেখানে বাজেটে ঘোষিত একাধিক প্রকল্প ও ভাবনা কীভাবে বাস্তবায়ন করা সম্ভব, সেদিকেই দিকনির্দেশ খোঁজার চেষ্টা হবে। প্রথম এই ওয়েবিনারে মূলত আলোচনার বিষয় ছিল গ্রিন এনার্জি (Green Energy) তথা পুনর্নবীকরণ যোগ্য শক্তি।


মোদির গ্রিন বার্তা


যেখানে বক্তব্য রাখার মাঝেই গ্রিন এনার্জি তথা সোলার, বায়ো শক্তি তৈরি ও ব্যবহারের প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রাইভেট সেক্টরের কাছে সোনার খনির মতোই মূল্যবান গ্রিন এনার্জি। পাশাপাশি এই সেক্টরে ভবিষ্যতে দেশ কর্মসংস্থানের জোয়ার আসতে পারে বলেও প্রত্যাশা প্রকাশ করেন তিনি। নরেন্দ্র মোদি যেখানে বক্তব্য রাখার মাঝে বলেছেন, 'ভারতের গ্রিন গ্রোথ ভাবনার অন্যতম বড় হাতিয়ার দেশের পুরনো গাড়ি বাদ দেওয়ার ও স্ক্র্যাপ করার পন্থা। ভারত থেকে তিন লাখের বেশি গাড়ি নষ্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারতের ভবিষ্যৎ সুরক্ষিত করার ভাবনা নিয়ে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে বাজেটে। এবার সেগুলো বাস্তবায়িত করার সময়।'


কয়েকদিন আগেই কেন্দ্রীয় বাজেট পেশ করার মাঝে একাধিক সবুজায়নের বার্তা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গ্রিন হাইড্রোজেন মিশন, গ্রিন ক্রেডিট কার্ড, রিনিউয়েবল এনার্জি ইউজ থেকে গোবর্ধন স্কিম, একাধিক প্রকল্পের ঘোষণা করা হয়েছিল।


পরিবেশবান্ধব বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রীর


বাজেটে পরিবেশবান্ধব পরিস্থিতি তৈরির উপরে বিশেষ নজর দেওয়া হয়। গুরুত্ব দেওয়া হয়েছে গোবর্ধন, পঞ্চামৃত গ্রিন গ্রোথ-এও । ম্যানগ্রোভ ও ওয়েটল্যান্ড বাঁচানোর জন্য বিশেষ বরাদ্দ ঘোষণা করা হয় বাজেটে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেটে যে বক্তব্যগুলি রয়েছে।



  • 'কৃত্রিম পরিবেশবান্ধব হিরে উৎপাদনের জন্য গবেষণায় জোর'

  • 'পরিবেশবান্ধব হাইড্রোজেন মিশনের জন্য ১৯ হাজার ৭০০ কোটি বরাদ্দ'

  • '১ কোটি কৃষককে প্রাকৃতিক চাষে উৎসাহ দেওয়া হবে'

  • 'বিকল্প সারের মাধ্যমে চাষে উৎসাহ দিতে পিএম প্রণাম প্রকল্প'

  • 'গোবর্ধন প্রকল্পে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ'

  • 'সরকারি পুরনো গাড়ি ও অ্যাম্বুল্যান্স বাতিলে জোর'

  • 'যুবকদের প্রশিক্ষণ দিতে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার সূচনা'

  • 'পরিকাঠামো উন্নয়নে ১০ হাজার কোটি বরাদ্দ'


আরও পড়ুন - উৎসবের মরসুমে বেশি খাওয়াদাওয়ার পর জিন্স আঁটসাঁট হচ্ছে কোমরে? কী ভাবে ঝরাবেন মেদ?