Upcoming IPO: দেশের অত্যন্ত জনপ্রিয় স্টক ব্রোকিং সংস্থা গ্রো-এর প্যারেন্ট কোম্পানি বিলিয়নব্রেনস গ্যারাজ ভেঞ্চার্স সম্প্রতি গোপনেই তাদের আইপিওর খসড়া নথি জমা করেছে বাজার নিয়ন্ত্রক সেবির কাছে। খুব শীঘ্রই আইপিও (Upcoming IPO) আনতে চলেছে গ্রো। তার আগেই গোপনীয় প্রি-ফাইলিং রুটে খসড়া জমা করেছে সংস্থা। এই আইপিওর (Groww IPO) মাধ্যমে বাজার থেকে ৭০ কোটি থেকে ১০০ কোটি টাকা পর্যন সংগ্রহ করার পরিকল্পনা করেছে গ্রো।
এই আইপিওতে একইসঙ্গে নতুন শেয়ার এবং কিছু অফার ফর সেলের সুবিধে থাকবে বিনিয়োগকারীদের জন্য। এই সংস্থার মার্কিউ বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে পিক এক্সভি, ওয়াই কম্বিনেটর, টাইগার ক্যাপিটাল এবং মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা সহ আরও কয়েকজন। জানা গিয়েছে আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ গ্রো সংস্থা প্রযুক্তিগত উন্নয়ন এবং ব্যবসায়িক সম্প্রসারণের কাজে ব্যবহার করবে।
২০১৬ সালে কার্যক্রম শুরু করে ব্রোকারেজ সংস্থা গ্রো। ২০২৫ অর্থবর্ষে এই সংস্থা দেশে ২৬ শতাংশেরও বেশি বাজার অংশীদারিত্ব অর্জন করেছে। সংস্থা সক্রিয় ক্লায়েন্ট বেস ২০২৪ সালের মার্চ মাসে ৯৫ লক্ষ থেকে বেড়ে ২০২৫ সালের মার্চ মাসে এক বছরের মধ্যেই হয় ১.২৯ কোটি। বার্ষিক ৩৬ শতাংশ হারে বেড়েছে সংস্থার ক্লায়েন্ট বেস।
সিঙ্গাপুর-ভিত্তিক অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা জিআইসি থেকে ৭ বিলিয়ন ডলারের পোস্ট-মানি ভ্যালুয়েশনে ১০০-১৫০ মিলিয়ন ডলার ফান্ডিং সংগ্রহ করতে পারে বলে আশা করে। এই রাউন্ডটি ২৫০-৩০০ মিলিয়ন ডলারের বৃহত্তর ফান্ডিং রাউন্ডের অংশ, যা আগামী ২ সপ্তাহের মধ্যে শেষ হতে পারে বলেই আশা করা হচ্ছে।
এই ব্রোকারেজ ফার্মটি ২০২৩ অর্থবর্ষে ৪৪৯ কোটি টাকা মুনাফা অর্জন করেছিল এবং ১২৭৭ কোটি টাকা রেভিনিউ অর্জন করেছিল। ২০২৪ সালে গ্রো সংস্থা ৩১৪৫ কোটি টাকা রেভিনিউ ও ৫৩৫ কোটি টাকা অপারেটিং মুনাফা অর্জন করেছিল। গত বছর এই সংস্থাটি ভারতে ডোমিসাইল স্থানান্তরের ক্ষেত্রে ১৩৪০ কোটি টাকার এককালীন কর জমা করেছিল সরকারের কোষাগারে। এর জন্য সংস্থার ৮০৫ কোটি টাকার নিট লোকসান হয়।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)