Indian Railways: করোনার জের, এখনও কোটি কোটি টাকার লোকসানে চলছে রেল

Indian Railways loss: এখনও রেলের লাভের খাতে করোনা ক্ষত রয়েই গিয়েছে। ২০১৯-২০ তে যাত্রীদের সুবিধার্থে ভাড়ায় ছাড় দেওয়া হয়েছিল। সেই সময় থেকেই ক্ষতির মুখে পড়েছে রেল। 

Continues below advertisement

নয়া দিল্লি: করোনার (Coronavirus) জের এখনও পোহাতে হচ্ছে রেল মন্ত্রককে (Ministry Of Railway)। ২০২০ সালে অতিমারি সৃষ্টিকারী ভাইরাস হানায় থেমে গিয়েছিল ট্রেনের চাকা। এরপর থেকেই যেভাবে স্বাভাবিক হয়েছে করোনা আবহ, সেইভাবে চলতে শুরু করেছে রেল। কিন্তু এখনও রেলের লাভের খাতে করোনা ক্ষত রয়েই গিয়েছে। ২০১৯-২০ তে যাত্রীদের সুবিধার্থে ভাড়ায় ছাড় দেওয়া হয়েছিল। সেই সময় থেকেই ক্ষতির মুখে পড়েছে রেল। -        

Continues below advertisement

তবে বর্তমানে বেশ কিছুটা কমেছে সেই ক্ষতির অঙ্ক। ২০১৯-২০ অর্থবর্ষে রেলে ক্ষতি হয়েছিল প্রায় ২ হাজার ৫৯ টাকা। তবে ২০২০-২১ এ সেই ক্ষতি কমে হয়েছে ৩৮ কোটি। যদিও ক্ষতির অঙ্ক কমাতে অনেক ভর্তুকি তুলেও নেওয়া হয়েছে। প্রবীণদের জন্য বেশ কিছু পরিষেবা এখনও রাখা হয়েছে। লোকসভায় এমনটাই জানিয়েছে রেলমন্ত্রক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে যাত্রী ভাড়ায়  ভর্তুকি দেওয়া হয় এবং এটি থেকে যে রাজস্ব পাওয়া যায় তা জাতীয় পরিবহনের অপারেটিং খরচের চেয়ে কম।            

আরও পড়ুন, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আজ থেকে বাতিল আপ-ডাউন মিলিয়ে বাতিল ৫৩টি দূরপাল্লার ট্রেন

তিনি সংসদের নিম্নকক্ষে বলেন, "২০১৯-২০  এবং ২০২০-২১ অর্থবর্ষে যাত্রীদের বিভিন্ন শ্রেণীর যাত্রী ভাড়ায় ছাড়ের কারণে রাজস্ব বাদ পড়েছে যথাক্রমে ২০৫৯ কোটি টাকা এবং ৩৮ কোটি টাকা।" গত দুই দশক ধরে, রেলওয়ের ছাড় একটি বহুল আলোচিত বিষয় হয়ে উঠেছে।             

রেলমন্ত্রী আরও বলেন, ২০১৯-২০২০ এর মধ্যে যাত্রী টিকিট বিক্রি থেকে মোট আয় ৫০ হাজার ৬৬৯.০৯ কোটি টাকা ছিল। কিন্তু করোনার পর তা এক ঝটকায় কমে ১৫ হাজার ২৪৮.৪৯ কোটি হয়ে যায়। যদিও প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়েছিল কেন্দ্র। তবে সব রাজ্য তা লাগু করেনি।                 

Continues below advertisement
Sponsored Links by Taboola