Online Gaming: গতকাল সোমবার ৫৪তম জিএসটি কাউন্সিলের (GST Council) বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে অনলাইন গেমিংয়ের উপর জিএসটি আরোপ করে সরকারের প্রভূত লাভ হয়েছে। তিনি বলেন, ২০২৩ সালের ১ অক্টোবর থেকে কেন্দ্র সরকার অনলাইন গেমিং (Online Gaming) প্ল্যাটফর্মের উপর ২৮ শতাংশ জিএসটি আরোপ (GST on Online Gaming) করেছিল। সেই সময় থেকে জিএসটি সংগ্রহের অঙ্ক প্রায় ৪১২ শতাংশ বেড়ে গিয়েছে মাত্র ৬ মাসের মধ্যেই।


অনলাইন গেমিং, ক্যাসিনো এবং ঘোড়দৌড় থেকে মোটা উপার্জন জিএসটিতে


জিএসটি কাউন্সিলের বৈঠকে এদিন সোমবার দেশের জিএসটি সংগ্রহের পরিমাণের বিষয়ে সংবাদমাধ্যমে জানানোর সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, অনলাইন গেমিং, ক্যাসিনো ইত্যাদির উপর জিএসটি আরোপের ৬ মাসের মধ্যেই সরকারের কোষাগার ভরেছে করের টাকায়। মাত্র ৬ মাসের মধ্যেই সরকারের রাজস্বের অঙ্ক বেড়ে হয় ৬৯০৯ কোটি টাকা। আগে এই রাজস্বের অঙ্ক ছিল ১৩৪৯ কোটি টাকা, সেখান থেকে এই অঙ্ক বেড়েছে ৪১২ শতাংশ।


স্কিল গেম ও চান্স গেমের মধ্যে বিভেদ দূর হয়েছে


২০২৩ সালের ১ অক্টোবরের আগে অনলাইন গেমিং কোম্পানিগুলি অধিকাংশই ২৮ শতাংশ জিএসটি দিচ্ছিল না সরকারকে। এই মর্মে যুক্তি ছিল সংস্থাগুলির পক্ষে যে সেখানে স্কিল গেমস ও চান্স গেমসের মধ্যে আলাদা কোনও কর আরোপের কথা নেই। তারপরেই কেন্দ্র সরকার জিএসটির এই নয়া ধারা তৈরি করে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে মাত্র ৬ মাসের মধ্যেই ক্যাসিনো থেকে সংগৃহীত রাজস্বের পরিমাণ ১৬৪.৬ কোটি টাকা থেকে ৩০ শতাংশ বেড়ে হয় ২১৪ কোটি টাকা।


সোমবার ৯ সেপ্টেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে এই জিএসটি কাউন্সিলের ৫৪তম বৈঠক হয়। এখন থেকে ১২ শতাংশের বদলে ক্যানসারের ওষুধের উপর ৫ শতাংশ জিএসটি কার্যকর হবে। এছাড়া স্বাস্থ্যবিমা এবং জীবনবিমার প্রিমিয়ামের উপর জিএসটি কমানো হবে কিনা তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি জিএসটি কাউন্সিল। সোমবার জিএসটি কাউন্সিলের বৈঠকে তীর্থযাত্রার জন্য হেলিকপ্টারের পরিষেবার উপরে জিএসটি কমিয়ে আনা হয় ৫ শতাংশে। তবে এই সুবিধে পাবেন যারা কেবলমাত্র শেয়ারিং হেলিকপ্টার পরিষেবা নিতে চান। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।