GST Notice To vegetable Vendor : ধনীদের পাশাপাশি গরিবদের কাছে আসছে শুরু করেছে বিপুল টাকার জিএসটি নোটিশ (GST Notice)। এই অবাক করা কাণ্ড ঘটেছে এক ছোট সবজি বিক্রিতার সঙ্গে। ২৯ লক্ষ টাকার জিএসটি নোটিশ ধরানো হয়েছে তাকে।
এই রাজ্যে ঘটেছে এই ঘটনাআয়কর কর্তৃপক্ষের তরফে সম্প্রতি একজন ছোট সবজি বিক্রেতাকে ২৯ লক্ষ টাকার জিএসটি নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশ দেখার পরই কপালে চোখ উঠে গিয়েছে ওই সবজি বিক্রেতার। কোথায় ভুল বা কীভাবে তা পরিশোধ করতে হবে তা ভেবেই। নোটিশটি দেখার পর সবজি বিক্রেতা বুঝতে পারছেন না কীভাবে টাকা পরিশোধ করবেন। আসলে, এই পুরো ঘটনাটি কর্ণাটকের হাভেরিতে।
সবজি বিক্রেতাকে ২৯ লক্ষ টাকার নোটিশশঙ্করগৌড়া গত চার বছর ধরে পৌর উচ্চ বিদ্যালয় মাঠের কাছে একটি ছোট সবজির দোকান চালাচ্ছেন। তার বেশিরভাগ গ্রাহক ইউপিআই বা অন্যান্য ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে তাকে অর্থ প্রদান করে তার কাছ থেকে সবজি কেনেন। কিন্তু, শঙ্করগৌড়ার জন্য সমস্যা দেখা দেয়, যখন জিএসটি অফিসার তাকে গত চার বছরে ১.৬৩ কোটি টাকার লেনদেনের জন্য একটি নোটিশ পাঠান ও তাকে ২৯ লক্ষ টাকা দিতে বলেন।
তাজা সবজির উপর কোনও জিএসটি নেইসবজি বিক্রেতা শঙ্করগৌড়া বলেন, তিনি সরাসরি কৃষকদের কাছ থেকে তাজা সবজি আনেন এবং তারপর তার ছোট দোকান থেকে বিক্রি করেন। তিনি জানান, তার বেশিরভাগ গ্রাহক UPI-এর মাধ্যমে অর্থ প্রদান করেন, খুব কমই এমন কোনও গ্রাহক আসেন যারা নগদে অর্থ প্রদান করেন। সবজি বিক্রেতা আরও বলেন, তিনি প্রতি বছর আয়কর রিটার্ন দাখিল করেন ও সব রেকর্ড সঠিকভাবে রাখেন। কিন্তু এই বিপুল পরিমাণ GST হিসাবে পরিশোধ করতে বলায় অবাক হয়েছেন তিনি।
ClearTax অনুসারে, তাজা সবজি GST-এর আওতাভুক্ত নয়। যদি সবজি বিক্রেতারা সরাসরি কৃষকদের কাছ থেকে সবজি কিনে কোনও প্রক্রিয়াজাতকরণ ছাড়াই তাজা বিক্রি করেন, তাহলে তারা GST-এর আওতাভুক্ত নয়। ইকোনমিক টাইমসের মতে, সম্প্রতি কর্ণাটকের GST বিভাগ জানিয়েছে যে তারা UPI-এর মাধ্যমে অর্থ গ্রহণকারী এই ধরনের ব্যবসায়ীদের উপর কড়া নজর রাখছে। তাদের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে যাদের টার্নওভার সীমা অতিক্রম করে তাদের GST রেজিস্ট্রেশনের জন্য নোটিশ পাঠানো হবে।