Independence Day 2022: জাতীয় পতাকা কিনতে যেতে হবে না বাজারে। খোদ পোস্ট অফিস (Post Office) থেকেই অনলাইনে আনাতে পারবেন জাতীয় পতাকা। কেবল ২৫ টাকা দিলেই আপনার কাছের পোস্ট অফিস থেকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে পতাকা।


Har Ghar Tiranga: কীভাবে হাতে পাবেন পতাকা ?
আর বেশি দেরি নেই। ১৫ অগাস্ট ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করবে দেশ। তার আগে Har Ghar Tiranga প্রচারের উদ্যোগ নিয়েছে ভারতীয় ডাক বিভাগ (India Post)। সারা দেশের বিভিন্ন পোস্ট অফিস থেক বিক্রি করা হচ্ছে ভারতের জাতীয় পতাকা। সেই ক্ষেত্রে পোস্ট অফিসের ই-পোর্টাল  www.epostoffice.gov.in.-এর মাধ্যমে জাতীয় পতাকার অর্ডার দিতে পারবেন দেশবাসী। গত ১ অগাস্ট থেকে শুরু হয়েছে এই পরিষেবা।


Post Office National Flag: নতুন সংশোধনী সরকারের ?
সম্প্রতি ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে 'হর ঘর তিরঙ্গা'র প্রচার চালাচ্ছে সরকার। ইতিমধ্যেই সব বাড়িতে জাতীয় পতাকা লাগানোর আহ্বান জানিয়েছে সরকার। দিন-রাত এই পতাকা তুলে রাখা যাবে বাড়িতে। নাগরিকদের বাড়িতে দিনরাত দেশের পতাকা উত্তোলনের অনুমতি দেওয়ার জন্য সরকার ন্যাশনাল ফ্ল্যাগ কোডে সংশোধন করেছে। আগে শুধু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তেরঙ্গা উত্তোলনের অনুমতি ছিল। 


Independece Day 2022: জাতীয় পতাকার দাম ও আকার


ভারতীয় পতাকার আকার ২০ ইঞ্চি x ৩০ ইঞ্চি আকারের (পতাকারদণ্ড ছাড়া)। তেরঙ্গাটির বিক্রয় মূল্য প্রতি পিস ২৫ টাকা রাখা হয়েছে। ভারতের পতাকায় কোনও জিএসটি ধরা হয়নি।


কীভাবে পোস্ট অফিস থেকে জাতীয় পতাকা কিনবেন ?


১ প্রথমে www.epostoffice.gov.in -এ যান। 
২ ePostoffice পোর্টালের হোম পেজে ভারতীয় জাতীয় পতাকার ছবিতে ক্লিক করুন।
৩ ছবির নিচে "Click the image to purchase Flag" লেখা আছে। 
৪ ডেলিভারির ঠিকানা, পতাকার পরিমাণ (গ্রাহক প্রতি প্রাথমিকভাবে সর্বোচ্চ ৫টি পতাকা) ও আপনার মোবাইল নম্বর উল্লেখ করুন। 
৫ ক্রয় প্রক্রিয়া চলাকালীন আপনাকে সর্বশেষ ফ্ল্যাগ কোড মেনে চলতে বলা হবে৷ 
৬ অর্ডারটি সম্পূর্ণ করতে অর্থ জমা দিন৷


Har Ghar Tiranga: অর্ডার বাতিল করা যাবে না


একবার অর্ডার দেওয়া হলে গ্রাহকদের বাতিল করতে দেওয়া হবে না। পতাকাটি নিকটতম পোস্ট অফিসে বিনামূল্যে সরবরাহ করা হবে।


আরও পড়ুন : SBI SMS Alert: জাল নয় তো ? স্টেট ব্যাঙ্কের মেসেজ বুঝবেন এই কোডগুলি দেখে