HDB Financial IPO: ভারতের সবথেকে বড় বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি এবার নতুন একটি আইপিও আনতে চলেছে বাজারে। গতকাল শনিবার এইচডিএফসি জানিয়েছে যে এই নতুন এইচডিবি ফিনান্সিয়াল সংস্থার আইপিওর (Upcoming IPO) সাইজ হতে চলেছে ১২,৫০০ কোটি টাকা অর্থাৎ ১.৫ বিলিয়ন ডলার। এই আইপিওর মাধ্যমে এইচডিএফসি ব্যাঙ্ক ১০ হাজার কোটির শেয়ার বিক্রি করবে। এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিস (HDB Financial IPO) সংস্থায় এখন এইচডিএফসি ব্যাঙ্কের মোট ৯৪.৬ শতাংশ শেয়ার রয়েছে।  


এইচডিএফসি গ্রুপ ৬ বছর পর আনছে আইপিও


এইচডিএফসি ব্যাঙ্ক জানিয়েছে, আইপিও সংক্রান্ত বিস্তারিত তথ্য কয়েকদিন পরে দেওয়া হবে। গত মাসে এইচডিএফসি ব্যাঙ্ক এই এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসের আইপিওর জন্য অনুমোদন পেয়েছে। এই আইপিওতে ২৫০০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করা হবে এবং বাকি ১০ হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করবে এইচডিএফসি ব্যাঙ্ক। প্রায় ৬ বছর পর আবার একটি আইপিও আসছে এইচডিএফসি গ্রুপ থেকে। ২০০৭ সালে তৈরি হয়েছিল এইচডিএফসি ফিনান্সিয়াল সার্ভিস। এই সংস্থা সুরক্ষিত ও অসুরক্ষিত ঋণ দিয়ে থাকে। সারা দেশে এর প্রায় ১৬৮০টি শাখা রয়েছে।


আরবিআইয়ের নতুন নিয়ম মানতে হবে


আরবিআইয়ের নতুন নিয়মের কারণে এইচডিএফসি ব্যাঙ্ককে বাধ্যতামূলকভাবে তাদের এই ফিনান্সিয়াল সার্ভিস সংস্থার আইপিও তালিকাভুক্ত করতে হচ্ছে। ২০২২ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্দেশ দিয়েছিল উচ্চ স্তরের সমস্ত এনবিএফসিগুলিকে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই স্টক মার্কেটে তালিকাভুক্ত করতে হবে। এর জন্য অনেক বড় বড় এনবিএফসি সংস্থাকেও আইপিওর জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। এর মধ্যে টাটা সন্সের মত বড় বড় সংস্থাও ছিল।


২৬৯টি সংস্থা বাজার থেকে সংগ্রহ করেছে ১২.৫৭ বিলিয়ন ডলার


এই বছর শুরু থেকেই ভারতের শেয়ার বাজারে যেন আইপিওর ঢেউ উঠেছে। এই পর্যন্ত প্রায় ২৬৯টি সংস্থা তাদের আইপিও নিয়ে এসেছে বাজারে। এখনও পর্যন্ত বাজার থেকে তারা ১২.৫৭ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। গত বছর আইপিওর মাধ্যমে বাজার থেকে ৭.৪২ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে এই সংস্থা। এর মধ্যে বাজাজ গ্রুপের বাজাজ হাউজিং ফিনান্স বড় সংস্থাগুলির মধ্যে তালিকাভুক্ত হয়েছে। এছাড়াও হুন্ডাই মোটর ইন্ডিয়ার ৩.৩ বিলিয়ন ডলারের আইপিও বর্তমানে খোলা হয়েছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়য কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Property Gifting Rules: বাড়ি-ফ্ল্যাট উপহার দিতে চাইছেন কাউকে ? কী কী নিয়ম মানতে হবে ?