Interest Rate Hike: দেশের সবথেকে বড় বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসির (HDFC Bank) গ্রাহকদের জন্য সুঃসংবাদ। এই ব্যাঙ্কের গ্রাহকদের এবার পকেটে টান পড়তে চলেছে। সুদের হারে (Interest Rate Hike) বদল এনেছে এই ব্যাঙ্ক। ব্যাঙ্কের মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট (MCLR)-এ বদল এসেছে। বিভিন্ন সময়ের মেয়াদে এসেছে এই বদল। শনিবার ৭ সেপ্টেম্বর থেকেই এই নতুন সুদের হার কার্যকর হয়েছে। ৫ বেসিস পয়েন্ট সুদ বাড়ানোর কথা ঘোষণা করেছে এই ব্যাঙ্ক।


সেপ্টেম্বর মাসে সুদের হার বাড়াল এইচডিএফসি ব্যাঙ্ক


৩ মাসের মেয়াদে এইচডিএফসি ব্যাঙ্ক তার এমসিএলআর ৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। ফলে এখন থেকে তিন মাসের মেয়াদে এই সুদের হার ৯.২৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯.৩০ শতাংশ। ওভারনাইট সুদের হার রয়েছে এই ব্যাঙ্কে ৯.১০ শতাংশ। ৬ মাসের ঋণের জন্য সুদের হার ধার্য হয়েছে ৯.৩০ শতাংশ যা কিনা আগে ছিল ৯.২৫ শতাংশ। আর এক বছরের মেয়াদে এই ব্যাঙ্ক ৯.৪৫ শতাংশ সুদ দিয়েছে। আর একইভাবে ঋণের উপর ২ বছরের মেয়াদে ৯.৪৫ শতাংশ সুদ ধার্য করেছে এইচডিএফসি ব্যাঙ্ক।


গ্রাহকদের উপরে কী প্রভাব


যে কোনও ব্যাঙ্ক যদি তাদের মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট বাড়ায় তার প্রত্যক্ষ প্রভাব পরে হোম লোন, কার লোন বা এডুকেশন লোনের ইএমআইয়ের উপর। এই সুদের হার বাড়ানোর কারণে এবার থেকে এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকদের বেশি ইএমআই দিতে হবে। দীর্ঘদিন ধরেই উচ্চ সুদের হারে ঋণগ্রহীতাদের ইএমআই দিতে হয়েছে এতদিন। ফলে এবার তাদের পকেটে আরও টান পড়তে পারে।


স্টেট ব্যাঙ্কেও বেড়েছে সুদের হার


শুধু দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাঙ্ক নয়, বরং দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও সম্প্রতি তাদের সুদের হার বাড়িয়েছে ঋণের উপর। গত মাসেই স্টেট ব্যাঙ্ক তাদের মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট বাড়িয়ে অবাক করেছে কোটি কোটি গ্রাহককে। বিভিন্ন মেয়াদে এই সুদের হার ১০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক। ১৫ অগাস্ট ২০২৪ থেকে কার্যকর হয়েছে এই নতুন নিয়ম।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Airtel Recharge Plan: এয়ারটেলে দারুণ অফার, ফ্রি পাবেন ১০ জিবি ডেটা, ওটিটির সুবিধে- কতদিন থাকবে সুযোগ ?