Indian Navy Recruitment: ভারতীয় নৌসেনাবাহিনীতে (Indian Navy) নাবিক (Sailor) পদে নিয়োগ হতে চলেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন (Online Registration) করতে পারবেন। ভারতীয় নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in - এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে গত ৭ সেপ্টেম্বর এবং আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চালু থাকবে। এই নিয়োগের মাধ্যমে ভারতীয় নৌসেনাবাহিনীতে মেডিক্যাল ব্রাঞ্চে নাবিক পদে (SSR Med Asst, নভেম্বর ২০২৪ ব্যাচ) - নিযুক্ত করা হবে। 


আবেদনকারীদের যোগ্যতা কেমন হওয়া প্রয়োজন 


ভারতীয় নৌবাহিনীর এই পদে নিযুক্ত হওয়ার জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের অতি অবশ্যই দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা থাকতে হবে পড়াশোনার বিষয় হিসেবে। ভারত সরকারের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অনুমোদিত বোর্ড অফ স্কুল এডুকেশন থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। ৫০ শতাংশ নম্বর পেতে হবে মোট হিসেবে। আর ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে প্রতিটি বিষয়ে। এছাড়াও আবেদনকারীদের জন্ম ১ নভেম্বর, ২০০৩ সাল থেকে ৩০ এপ্রিল, ২০০৭ সালের মধ্যে হতে হবে। 


আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে 


SSR (Med Asst) 02/2024 batch- এর নির্বাচন প্রক্রিয়ার দুটো পর্যায় থাকবে। প্রথম পর্যায়ে 10+2 PCB- তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্টলিস্ট করা হবে যোগ্য আবেদনকারীদের নাম। দ্বিতীয় পর্যায়ে পিএফটি, লিখিত পরীক্ষা এবং রিক্রুটমেন্ট মেডিক্যাল পরীক্ষা (in designated centres of Indian Navy) হবে। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যা- এই তিন বিষয় যুক্ত কোয়ালিফায়িং পরীক্ষায় (১০+২) প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আবেদনকারীদের নাম শর্টলিস্ট করা হবে। 


অ্যাপ্লিকেশন ফি ধার্য হয়েছে ৬০ টাকা। এর সঙ্গে রয়েছে জিএসটি। অনলাইন মাধ্যমেই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। 


এই কোর্সের বেসিক ট্রেনিং হবে ২০২৪ সালের নভেম্বর মাস থেকে। আইএনএস চিল্কা, ওড়িশায় এই ট্রেনিং হবে। প্রফেশনার ট্রেনিং করা হবে এখানে। বাকি যাবতীয় তথ্য পাওয়া যাবে ভারতীয় নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট থেকে। 


আরও পড়ুন- স্টাফ সিলেকশন কমিশনে শুরু হতে চলেছে নতুন নিয়োগ, কোন কোন পদে চাকরির সুযোগ? 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI