Stock Market: বিশ্ব বাজারের (World Economy) মন্দার প্রভাব দেখা গেল না ভারতের অন্যতম সেরা বেসরকারি ব্যাঙ্কিং প্রতিষ্ঠানে (HDFC Bank Results)। মঙ্গলবার কোম্পানির ত্রৈমাসিক ফল ঘোষণা করেছে HDFC Bank। হিসেব খাতা বলছে, প্রায় ৩৪ শতাংশ লাভ (Profit) করেছে কোম্পানি। 


কত লাভ করেছে কোম্পানি
দেশের আর্থিক পরিসরে সবথেক বড় বেসরকারি ব্যাঙ্কের নাম HDFC Bank । আজ 2023-24 অর্থবর্ষের তৃতীয় প্রান্তিকের ফলাফল ঘোষণা করেছে কোম্পানি। তৃতীয় ত্রৈমাসিকে, ব্যাঙ্কের মুনাফা হয়েছে 16,372 কোটি টাকা। রেজাল্ট বলছে যা একবারে 33.5 শতাংশ বৃদ্ধি। গত আর্থিক বছরের একই সময়ে এই লাভের পরিমাণ ছিল 12,259 কোটি টাকা।


অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে HDFC ব্যাঙ্কের নেট সুদের আয় ছিল 28,470 কোটি টাকা, যা গত আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে 22,990 কোটি টাকা ছিল। তৃতীয় ত্রৈমাসিকে HDFC ব্যাঙ্কের মোট NPA 1.26 শতাংশ, যা গত বছর ছিল 1.23 শতাংশ৷ যেখানে নেট এনপিএ হয়েছে ০.৩১ শতাংশ যা গত অর্থবছরের একই প্রান্তিকে ছিল ০.৩৩ শতাংশ।


ব্যাঙ্কের কারেন্ট ও সেভিংসে বিপুল অর্থ এসেছে
 অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে, এইচডিএফসি ব্যাঙ্কের আমানত 28.47 লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা 27.7 শতাংশ বেড়েছে, যেখানে 2022-23 আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে এটি ছিল 22.29 লক্ষ কোটি টাকা। কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট হয়েছে ৫.৭৯ লক্ষ কোটি টাকা আর সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট হয়েছে ২.৫৮ লক্ষ কোটি টাকা।


বুধেই বাড়বে HDFC Bank-এর স্টক
 এইচডিএফসি ব্যাঙ্ক এবং হাউজিং ফিনান্স কোম্পানি এইচডিএফসি এক হওয়ার পর এটি দ্বিতীয় ত্রৈমাসিক। যেখানে এইচডিএফসি ব্যাঙ্ক নতুন ফর্মে আর্থিক ফলাফল ঘোষণা করেছে। তবে এইচডিএফসি ব্যাঙ্কের ত্রৈমাসিক ফলাফল শেয়ার বাজারের অনুকূলে আছে কি না তা বুধবার বাজার খুললেই জানা যাবে। কারণ মঙ্গলবার বাজার বন্ধের পর HDFC ব্যাঙ্কের ফলাফল ঘোষণা করা হয়েছে।


HDFC Bank: ভাল ফলাফলের আশায়, গত তিন মাসে HDFC ব্যাঙ্কের স্টক ভাল বেড়েছে। স্টক বেড়েছে ১০ শতাংশ পর্যন্ত। 26 অক্টোবর, 2023 তারিখে, স্টকটি 1460 টাকার স্তরে নেমে গিয়েছিল৷ স্টকটি এই স্তর থেকে ঘুরে দাঁড়িয়েছে৷ মঙ্গলবার বাজার বন্ধের সময় HDFC ব্যাঙ্কের শেয়ার 0.38 শতাংশ বৃদ্ধির সাথে 1679 টাকায় বন্ধ হয়েছে। HDFC ব্যাঙ্কের শেয়ারের শক্তিশালী বৃদ্ধির কারণে সম্প্রতি ব্যাঙ্ক নিফটি লাইফটাইম 48636-এর স্তর স্পর্শ করতে সফল হয়েছে।


Stock Market today: বাজারে প্রফিট বুকিং, বুধেও পড়বে নিফটি,কারা দিল সেরা পারফরম্যান্স ?