HDFC Bank UPI: দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি তাদের লক্ষ লক্ষ গ্রাহকদের একটি আগাম বার্তা দিয়েছে। এখন ব্যাঙ্কিং পরিষেবার (HDFC Bank) মধ্যে অন্যতম হয়ে উঠেছে ইউপিআই লেনদেন। খাবারের বিল দেওয়াই হোক বা ক্যাবের ভাড়া, কিংবা শপিং, তেল ভরানোর টাকা সবক্ষেত্রেই ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করার উপায় এসে গিয়েছে আর কোটি কোটি মানুষ এই পদ্ধতিতেই লেনদেন করে থাকেন। ছোটখাটো অঙ্কের পেমেন্টের ক্ষেত্রে এই ডিজিটাল উপায় (UPI Payment) খুবই সহজ এবং অনায়াসসাধ্য। দিনের ২৪ ঘণ্টাই এই পদ্ধতিতে লেনদেন করা যায়। ব্যাঙ্কের শাখা যেদিন বন্ধ থাকে, সেদিনও চালু থাকে ইউপিআই পরিষেবা।
তবে কিছু কিছু সময় ব্যাঙ্কের পক্ষ থেকে এই ধরনের ইউপিআই লেনদেন বন্ধ রাখা হয়। ফলে গ্রাহকরা সেই নির্দিষ্ট সময়ের জন্য ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন না। খুবই জরুরি কিছু সিস্টেম মেনটেন্যান্সের জন্য এই ইউপিআই বন্ধ রাখা হয় ব্যাঙ্কের তরফে। সেই সিদ্ধান্তই নিল এইচডিএফসি ব্যাঙ্ক।
নভেম্বর মাসে মোট দুদিন ইউপিআই পরিষেবা কাজ করবে না এইচডিএফসি ব্যাঙ্কের, সিস্টেম মেনটেন্যান্সের জন্য এই পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। আগামী ৫ নভেম্বর এবং ২৩ নভেম্বর বন্ধ থাকবে এই ইউপিআই পরিষেবা। এইচডিএফসি জানিয়েছে যে আগামী ৫ নভেম্বর দুপুর ১২টা থেকে দুপুর ২টো এবং ২৩ নভেম্বর দুপুর ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বন্ধ থাকবে ইউপিআই পরিষেবা।
এই সময় সিস্টেম মেনটেন্যান্স চলার কারণে ফিনান্সিয়াল এবং নন ফিনান্সিয়াল ইউপিআই লেনদেন বন্ধ থাকবে এইচডিএফসির রুপে ক্রেডিট কার্ড, কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টে।
এইচডিএফসি মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ, জি-পে, হোয়াটস অ্যাপ পে, পেটিএম, মোবিকুইক ইত্যাদি ক্ষেত্রেও একইভাবে লেনদেন বন্ধ থাকবে ব্যাঙ্কের।
গত মাসে মনে রাখতে হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউপিআই লেনদেনের লিমিট বাড়িয়েছিল, ইউপিআই ১২৩ পে লেনদেনের লিমিট ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছিল ১০ হাজার টাকা। একইসঙ্গে পিন ছাড়াই ইউপিআই লাইটের লেনদেনের লিমিটও ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছিল ১০ হাজার টাকা। এর আগে ৫০০ টাকা ছিল লেনদেনের লিমিট, যা পরে বাড়ানো হয়েছে ১ হাজার টাকায়।
আরও পড়ুন: Aadhaar Card Update: আধার কার্ডে কতবার বদলানো যায় মোবাইল নম্বর ? জানুন নিয়ম