Hero Electric Update: ইলেকট্রিক বাইকের দুনিয়ায় দারুণ খবর। মাত্র ১৫ মিনিটেই টু-হুইলার পুরো চার্জের পরিকাঠামো আনতে চলেছে হিরো (Hero Electric) ইন্ডিয়া।Log 9-এর সঙ্গে জোট বেঁধে এই প্রযুক্তি ব্যবহার করবে কোম্পানি।


Hero Electric Update: বদলে যেতে পারে ইলেকট্রিক বাইক সম্পর্কে মানুষের চিন্তাধারা। ইলেকট্রিক টু-হুইলারের দুনিয়ায় যুগান্তকারী পরিকাঠামো তৈরি করতে চলেছে হিরো ইলেকট্রিক(Hero Electric)। মঙ্গলবার কোম্পানি জানিয়েছে, ইলেকট্রিক স্কুটার বা বাইকের জন্য বেঙ্গালুরুর স্টার্টআপ Log 9-এর সঙ্গে জোট বেঁধেছে কোম্পানি। যাদের 'RapidX' মাত্রে ১৫ মিনিটেই পুরো চার্জ করে দিতে পারবে ইলেকট্রিক টু-হুইলার।  


Log 9 RapidX Update : হিরোর মতো পুরোনো নামী কোম্পানি না হলেও ইতিমধ্যেই ব্যাটারির দুনিয়ায় সুনাম অর্জন করেছে এই স্টার্টআপ।Amazon, Shadowfax, Delhivery, Flipkart ও BykeMania-র সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে কোম্পানির। হিরোর সঙ্গে জোট প্রসঙ্গে Log 9 Materials-এর সিইও অশোক সিংহল জানান, হিরোর গাড়িতে তাদের ব্যাটারি থাকলে তা ক্রেতাদের কাছে অনেক সুখকর হবে। কারণ এই ব্যাটারির মাধ্যমেই পাওয়ার, পারফরম্যান্স ছাড়াও চিন্তা দূর হবে গ্রাহকের। এ ছাড়াও এই জোটের ফলে গা়ড়ি দূষণ রোধের পাশাপাশি অনেক বেশি সাশ্রয়ী হবে। 


কোম্পানির তরফে দাবি করা হয়েছে, Log 9-এর RapidX ব্যাটারি সাধারণ ব্যাটারির থেকে কমপক্ষে ৯ গুণ বেশি ক্ষমতা ধরে।৩০-৬০ ডিগ্রি সেলসিয়াসেও কোনও সমস্যা হয় না এই ব্যাটারিতে। এমনকী ন্যূনতম ১০ বছর চলে এই ব্যটারি প্যাক। সেই কারণেই Log 9-এর  সঙ্গে গাঁটছড়া বেঁধেছে হিরো ইলেকট্রিক(Hero Electric)। দেশের বর্তমান গাড়ি বাজার বলছে, চার চাকার পাশাপাশি এখন দু-চাকাতেও ইলেকট্রিক গাড়ির পরিকাঠামো তৈরি করেছে বেশিরভাগ কোম্পানি। সেখানে হিরো ইলেকট্রিকও একই পথে হেঁটেছে।যার ফলস্বরূপ এবার Log 9 -এর সঙ্গে জোট বাঁধল কোম্পানি।


আরও পড়ুন : India's Upcoming Electric Cars: ১৫ লাখের মধ্যে ইলেকট্রিক গাড়ি ! ভারতে রাস্তা দাপাবে এই মডেলগুলি