PIB Fact Check: আধার কার্ড (Aadhaar Card) থাকলেই সুবর্ণ সুযোগ ! বছরে মাত্র ২ শতাংশ সুদে নিতে পারবেন ঋণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral Message)হয়েছে এই খবর। জেনে নিন আদৌ এখন খবর সত্যি কিনা ।


Aadhaar Update: ভাইরাল বার্তার সত্যতা যাচাই 


সম্প্রতি আধারের এই খবর নজরে আসে প্রেস ইনফরমেশন ব্যুরোর। এই ভাইরাল বার্তার সত্যতা যাচাই করতে নেমে পড়ে PIB। শেষমেশ আসল সত্য সামনে এসেছে। জেনে নিন, এই বিষয়ে কী বলছে (PIB Fact Check)।



PIB tweet:কী বলছে প্রেস ইনফরমেশন ব্যুরো
এই বিষয়ে সম্প্রতি একটি ট্যুইট করেছে PIB। ট্যুইটে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যোজনার অধীনে আধার কার্ড থেকে বার্ষিক ২ শতাংশ সুদে ঋণ দেওয়ার যে বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা পুরোপুরি ভুয়ো। তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ধরনের বার্তাগুলির শিকার হবেন না।


PIB Fact Check: ভুল করেও এই ভুল নয়
আধার থাকলেই ২ শতাংশ সুদে ঋণের খবর নিয়ে দেশবাসীকে ইতিমধ্যেই সতর্ক করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। ট্যুইটে পিআইবি লিখেছে, দয়া করে এই ধরনের ভুয়া বার্তা শেয়ার করবেন না। এর মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টাও হতে পারে। আপনার আর্থিক ক্ষতি করতে পারে এই ভাইরাল বার্তা।


Fact Check: কীভাবে ভুয়ো খবরের সত্যতা যাচাই করবেন ?
 আপনার কাছে যদি এই ধরনের কোনও বার্তা আসে, তাহলে তার সত্যতা জানতে ফ্যাক্ট চেক করতে পারেন। আপনি PIB এর মাধ্যমে সত্যতা যাচাই করতে পারেন। এর জন্য আপনাকে প্রেস ইনফরমেশন ব্যুরোর অফিশিয়াল লিঙ্ক https://factcheck.pib.gov.in/ দেখতে হবে। এছাড়াও, আপনি ভিডিওটি পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে +918799711259  বা ইমেল করতে পারেন pibfactcheck@gmail.com-এ।


আরও পড়ুন : DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর ! ফের বাড়তে চলেছে DA