কলকাতা: ভারতে লঞ্চ হয়েছে হিরো (Hero Bike) কোম্পানির নতুন বাইক হিরো প্যাশন এক্সটেক (Hero Passion XTEC)। একাধিক অত্যাধুনিক ফিচার রয়েছে হিরোর এই নতুন দু’চাকার যানে। প্রযুক্তিগত উন্নতি ছাড়াও এই বাইকে রয়েছে অনেক চমক। তাই একনজরে দেখে নেওয়া যাক যে হিরো কোম্পানি তাদের নতুন প্যাশন এক্সটেক বাইকে কী কী ফিচার যুক্ত করেছে।


হিরোর নতুন বাইক Passion XTEC মডেলে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। তার সঙ্গে রয়েছে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এই ফিচারের সাহায্যে বাইক চালক জ্বালানি কমে গেলে তার নোটিফিকেশন বা ইন্ডিকেটর পাবেন। অর্থাৎ বাইকের জ্বালানি শেষ হওয়ার আগেই চালকের কাছে পৌঁছে যাবে সতর্কবার্তা। এখানেই শেষ নয়। রয়েছে আরও চমক। চালককে রিয়েল টাইম মাইলেজও দেখানো হবে ডিসপ্লেতে। এর পাশাপাশি সার্ভিস রিমাইন্ডারও পেয়ে যাবেন চালক।




ব্লুটুথ ফিচারের বিশেষত্ব- হিরো কোম্পানির নতুন বাইক Passion XTEC- এর সঙ্গে চালক নিজের স্মার্টফোন ব্লুটুথের মাধ্যমে যুক্ত করতে পারবেন। এরপর ফোনে আসা মিসড কল অ্যালার্ট বাইকের মাধ্যমেই জানতে পারবেন চালক। শুধু তাই নয়, ফোনের ব্যাটারি কমে গেলেও আপনাকে জানিয়ে দেবে এই বাইক। প্রসঙ্গত উল্লেখ্য, বাইক চালানোর সময় চালক বেশিরভাগ ক্ষেত্রেই ফোন নজরে রাখতে পারেন না। আর ফোনের দিকে বেশি নজর না দেওয়াই ভাল। কারণ দুর্ঘটনা ঘটতে বেশিক্ষণ লাগে না। তাই চালকদের সুবিধার্থেই এইসব ফিচার নিয়ে হাজির হয়েছে Hero Passion XTEC বাইক।


নতুন বাইকে নয়া ডিজাইন- হিরোর নতুন বাইকে যুক্ত হয়েছে একটি নতুন ডিজাইনে LED হেডল্যাম্প। সাধারণ হ্যালোজেন লাইটের তুলনায় এই হেডল্যাম্পের beam ১২ শতাংশ লম্বা। বাইকের চাকার ডিজাইনের এসেছে পরিবর্তন। Hero Passion XTEC বাইকে একটি নতুন rim tape plus five spoke alloy wheel রয়েছে। অর্থাৎ বাইকের চাকায় রয়েছে পাঁচটি স্পোক। এছাড়াও হিরো কোম্পানির এই বাইকে রয়েছে একটি সাইড-স্ট্যান্ড ইন্ডিকেটর এবং একটি সাইড-স্ট্যান্ড কাট-অফ সিস্টেম।


নিরাপত্তা সংক্রান্ত ফিচার- Hero Passion XTEC বাইকের সামনের অংশে রয়েছে একটি ডিস্ক ব্রেক। আর তার সঙ্গে রয়েছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম।


ইঞ্জিন- এই বাইকে রয়েছে একটি ১১০ সিসি-র BS-VI ইঞ্জিন। এর সাহায্যে 7,500rpm- এ 9bhp এবং 5,000rpm-এ 9.79Nm শক্তি উৎপাদন সম্ভব। এছাড়াও রয়েছে একটি four-speed gearbox। এর থেকে জানা গিয়েছে যে Hero Passion XTEC বাইকে i3S প্রযুক্তি রয়েছে। এর প্রযুক্তির সাহায্যে বাইকের Fuel efficiency বেড়ে গিয়েছে। মূল star/stop প্রযুক্তির সাহায্যেই এটা সম্ভব হয়েছে। অর্থাৎ অকারণ বাইকের জ্বালানি নষ্ট হওয়ার সম্ভাবনা নেই।


দাম- Passion XTec Drum মডেলের দাম ৭৪,৫৯০ টাকা। এছাড়াও Passion XTec Disc মডেলের দাম ৭৮,৯৯০ টাকা। বলা হচ্ছে, এই বাইকের সবচেয়ে ভাল প্রতিযোগী হল TVS Radeon বাইক।


আরও পড়ুন-দেশে এক চার্জে সবথেকে বেশি রেঞ্জ ! রেকর্ড গড়ছে এই গাড়ি