Hero XPulse 200 4V Rally Edition: আগের গ্রাফিক্সের থেকে আরও বেশি আক্রমণাত্মক দেখাচ্ছে এই বাইক। এক্সপলস র‍্যালি এডিশন নিয়ে এল হিরো। অফ-রোড রেডি এই দু-চাকায় মোটরস্পোর্ট রঙের সঙ্গে পাবেন আরও অনেক বৈশিষ্ট্য। তবে Xpulse 200 4V-এর উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই বাইক।


Hero XPulse 200 4V Rally Edition: কী নতুন দেওয়া হয়েছে বাইকে ?
নতুন এই সংস্করণে সাসপেনশন সহ আরও গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। 200 4V-এর ওপরেই করা হয়েছে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন। ফিচার বদলে যাওয়ায় এখন কিছুটা বদলে গিয়েছে বাইকের গঠন। নাম থেকেই বোঝা যাচ্ছে,  এটি Hero MotoSports এর র‍্যালি বাইক থেকে অনুপ্রাণিত। সেই নকশা গ্রাফিক্স দেওয়া হয়েছে বাইকে। সিলিন্ডার হেডে রয়েছে চমৎকার লাল রং। সঙ্গে ট্যাঙ্কের ওপর পাবেন রেসার সিএস সন্তোষের অটোগ্রাফ। যা বাইকটিকে অন্য বাইকগুলির থেকে অনেকটাই আলাদা করে। এক্সপালসের আগের মডেলের তুলনায় আকারে পার্থক্য তৈরি হয়েছে এখন। 




Hero XPulse 200 4V Rally Edition: কোথায় কী আলাদা দেওয়া হয়েছে বাইকে ?
পিছনের সাসপেনশন-সহ ডিজাইনে অনেকটাই পরিবর্তন করা হয়েছে বাইকে। এতে আরও বড় অ্যাডজাস্টেবল সাসপেনশন দেওয়া হয়েছে। যাতে অফরোডিংয়ে কোনও সমস্যা না হয় গাড়ির। তবে বাইকের নকশা একজনের রাইডিং স্টাইল নির্ভর করা হয়েছে। এতে পাবেন, ৪০ এমএম  হ্যান্ডেলবার রাইজার ছাড়াও একটি ৮৮৫ এমএম সিট। নতুন করে এই বাইকে ২৭০ এমএম আরও গ্রাউন্ড ক্লিয়ারেন্স বৃদ্ধি পেয়েছে। ১৬০কেজি ওজনের বাইকের সঙ্গে 'ডুয়াল পারপস' টায়ারগুলিও বাইকের অন্যতম হাইলাইট।


Hero XPulse 200 4V Rally Edition: ইঞ্জিনের শক্তি কী বাড়ানো হয়েছে ?
এই বাইকে ২০০ সিসির সিঙ্গল সিলিন্ডার অয়েল-কুলড ইঞ্জিন দিয়েছে কোম্পানি। যা ৮৫০০ আরপিএম-এ ১৯ বিএইচপি ও ৬৫০০ আরপিএমে  ১৭.৩৫ নিউটন মিটার পিক টর্ক জেনারেট করে। এখানে ৫ স্পিডের গিয়ারবক্স পাবেন আপনি।


Hero Xpulse 200 4V Rally Edition: সীমিত সংখ্যক এই বাইক বাজারে আনবে হিরো। কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে ২২-২৯ জুলাই পর্যন্ত অনলাইনে বুক করা যাবে এই বাইক৷ ১.৫২ লক্ষ টাকায় এই নতুন বাইক কিনতে পারবেন রাইডাররা। Xpulse 200 4V এর তুলনায় অনেক কম দাম বাড়ানো হয়েছে এই বাইকের। 



 


আরও পড়ুন : Aadhaar Card Update: আধার কার্ডে পছন্দ হচ্ছে না পুরোনো ছবি, বদলান এই সহজ উপায়ে