Stock Market: দেশের অন্যতম শীর্ষস্থানীয় এফএমসিজি সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার ঘোষণা করেছে যে এই সংস্থা (Hindustan Unilever) তার আইসক্রিম ব্যবসাকে পৃথক করবে। কমিটি অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসের নির্দেশ অনুসারে হিন্দুস্তান ইউনিলিভার জানিয়েছে ২৩ অক্টোবর তাদের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে এই সংস্থার (HUL Share Price) থেকে পৃথক হবে আইসক্রিম ব্যবসা।


স্টক এক্সচেঞ্জে দেওয়া একটি রেগুলেটরি ফাইলিংয়ে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস কমিটির অনুমোদন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে হিন্দুস্তান ইউনিলিভারের বোর্ড ঠিক করবে কীভাবে আইসক্রিম ব্যবসা পরিচালনা করা হবে। এর মাধ্যমে এই সংস্থার শেয়ারহোল্ডারদের জন্য ভ্যালু বাড়বে অনেকটাই। সংস্থা জানিয়েছে যে সেবির লিস্টিং নীতি অনুযায়ী বোর্ডের অনুমোদনের পর এই সংস্থা পৃথকভাবে প্রয়োজনীয় ঘোষণা ও বিবৃতি জারি করবে আগামী দিনে।


হিন্দুস্তান ইউনিলিভার ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের নিয়ে একটি কমিটি গঠন করেছিল যাতে আইসক্রিম ব্যবসায় পরীক্ষা-নিরীক্ষা করা যায়, সম্ভাবনা পরখ করা যায়। এই কমিটির কাজ ছিল এই ব্যবসা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং বোর্ডকে জানানো। ২০১৫ সালের সেবির নিয়ম-নীতি অনুসারে, সংস্থা জানিয়েছিল এই কমিটির রিপোর্টের ভিত্তিতে আইসক্রিম ব্যবসাকে পৃথক করবে সংস্থা। যদিও পরে ঠিক হবে যে কীভাবে এই ব্যবসার পৃথকীকরণ সম্ভব।


মূলত দেখা গিয়েছে হিন্দুস্তান ইউনিলিভারের মোট বার্ষিক টার্ন ওভারের মাত্র ৩ শতাংশ অবদান রয়েছে এই আইসক্রিম ব্যবসার। এটি একটি হাই-গ্রোথ ক্যাটাগরির ব্যবসা, এর সম্পূর্ণ পোটেনশিয়াল পাওয়ার জন্য আরো কিছু বিনিয়োগ দরকার। এক্ষেত্রে এই ব্যবসা পৃথকীকরণের সময় হিন্দুস্তান ইউনিলিভারের ট্রেডমার্কই থাকছে, আর আইসক্রিম ব্যবসা চালানোর জন্য স্থানীয় সম্পদের উপর নির্ভরশীলতা বাড়াতে হবে। আইসক্রিমের একটি সুস্পষ্ট অপারেটিং মডেল রয়েছে, এর মধ্যে জুড়ে আছে কোল্ড চেইন পরিকাঠামো, আর একটি স্পষ্ট চ্যানেল ল্যান্ডস্কেপ। হিন্দুস্তান ইউনিলিভার আইসক্রিম ব্যবসাকে পৃথকীকরণের মাধ্যমে সংস্থার মুখ্য ব্যবসায়িক ক্ষেত্র বিউটি, ফুড, হেলথ, ওয়েল বিইং ইত্যাদিকে আরও মজবুত করে তুলবে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Paytm: বড় স্বস্তি পেটিএমে, মিলল এই অনুমোদন; আরও নতুন গ্রাহক পেতে পারে সংস্থা