Home Loan Interest Rate: আজকাল নিজের স্বপ্নের বাড়ি ফ্ল্যাট কেনা খুবই কঠিন হয়ে পড়ছে। দিনে দিনে বাড়ির দাম বেড়ে চলেছে আর ব্যাঙ্কে ঋণ নিতে গেলেও মোটা অঙ্কের সুদ দিতে হয়। ফলে পকেটে টান মধ্যবিত্তের। আর এর মধ্যে হোম লোনের (Home Loan) উপর সুদের হার কমানোর কোনও ইচ্ছেও নেই রিজার্ভ ব্যাঙ্কের, এমনটাই ধরে নেওয়া যেতে পারে। তবে আগামী মাসেই আবার মুদ্রানীতির বৈঠক আছে রিজার্ভ ব্যাঙ্কে এই অবসরে হোম লোনের সুদের হার বেড়ে যাওয়ার আগে দেখে নিন এখন কোন কোন ব্যাঙ্কে সস্তায় মিলছে হোম লোন। ৯ শতাংশেরও কম সুদে এই সব ব্যাঙ্কে হোম লোন দেওয়া হচ্ছে।
আগামী মাসেই মুদ্রানীতির বৈঠক
হোম লোনের ক্ষেত্রে একেকটি ব্যাঙ্কে একেক রকম সুদের হার চলছে। মূলত রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটের উপরেই এই সুদের হার নির্ভর করে। রেপো রেট বাড়লে সুদের হারও বাড়ে। গত বছর ফেব্রুয়ারি মাস থেকেই রেপো রেটে কোনও বদল আনেনি রিজার্ভ ব্যাঙ্ক। আগামী মাসে অর্থাৎ অগস্টেই রিজার্ভ ব্যাঙ্কের আগামী মুদ্রানীতির বৈঠক আয়োজিত হতে চলেছে। ফলে এই বৈঠকে বদলে যেতে পারে রেপো রেট।
রেপো রেট কমার আশা নেই
তবে রিজার্ভ ব্যাঙ্ক এই মুদ্রানীতির বৈঠকে খুচরো মুদ্রাস্ফীতির হার পর্যালোচনা করেই এই রেপো রেট বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নিয়ে থাকে। রিজার্ভ ব্যাঙ্ক একটি লক্ষ্যমাত্রা সেট করেছে যাতে এই খুচরো মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশে নেমে আসে। কিন্তু এই কয়েক মাসে খাদ্যপণ্যের দাম মাত্রাছাড়া হয়েছে। ফলে খুচরো মুদ্রাস্ফীতির হার আবারও ৫ শতাংশ পেরিয়ে গেছে। সবজির দাম এখন আকাশছোঁয়া, সেখানে খুব তাড়াতাড়ি এই মুদ্রাস্ফীতি কমার কোনও সম্ভাবনা নেই। আর তাই রিজার্ভ ব্যাঙ্কও রেপো রেট কমাবে না বলেই ধারণা করা যায়।
ব্যাঙ্কে বাড়তে পারে সুদের হার
বিগত দিনে দেখা গিয়েছে বেশ কিছু ব্যাঙ্ক তাদের আমানতের উপর সুদের হার বাড়িয়েছে। ফলে ঋণের ক্ষেত্রেও যে সুদের হার বাড়তে চলেছে এমনটা ধরেই নেওয়া যায়। তাঁর আগে হোম লোন নিতে চাইলে দেখে নিন কোন ব্যাঙ্কে কত সুদ মিলছে।
ইন্ডিয়ান ব্যাঙ্ক- ৮.৪০ শতাংশ
আইডিবিআই ব্যাঙ্ক- ৮.৪৫ শতাংশ
জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক- ৮.৭৫ শতাংশ
কর্ণাটক ব্যাঙ্ক- ৮.৫০ শতাংশ
কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক- ৮.৭০ শতাংশ
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক- ৮.৪০ শতাংশ
আরবিএল ব্যাঙ্ক- ৮.২০ শতাংশ
এসবিআই- ৮.৫০ শতাংশ
সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক- ৮.৭০ শতাংশ
ইউকো ব্যাঙ্ক- ৮.৩০ শতাংশ
ইউনিয়ন ব্যাঙ্ক- ৮.৩৫ শতাংশ
এইচডিএফসি ব্যাঙ্ক- ৮.৭৫ শতাংশ
অ্যাক্সিস ব্যাঙ্ক- ৮.৭৫ শতাংশ
ব্যাঙ্ক অফ বরোদা- ৮.৪০ শতাংশ
কানারা ব্যাঙ্ক- ৮.৪৫ শতাংশ
আরও পড়ুন: Income Tax Free Country: আয়কর দিতে-দিতে জেরবার অবস্থা, এই দেশগুলিতে দিতে হয় না ইনকাম ট্যাক্স