নয়াদিল্লি: সরকারের হাজারো সচেতনতার প্রচারেও পুরোপুরি বদলাচ্ছে না পরিস্থিতি। প্রায়শই জাল নোটের (Fake Currency) শিকার হচ্ছে জনগণ। দেশবাসীকে নকল নোটের বিষয়ে সজাগ করতে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া RBI। জেনে নিন আসল ১০ টাকার নোট চিনবেন কীভাবে।
RBI on Note Check: মাহাত্মা গাঁধীর ছবি দেওয়া হয়েছে ১০ টাকার নোটে। এখানে রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষর। দেশের সাংস্কৃতিক ঐতিহ্য দর্শাতে নোটের পিছনে দেওয়া হয়েছে কোনারক সূর্য মন্দিরের ছবি। চকোলেট বাদামী রংকে নোটের বেস কালার হিসাবে ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও আসল নোট চিনতে দেওয়া হয়েছে কিছু নির্দিষ্ট জ্যামিতিক আকার। ১০ টাকার নোটের সামনে ও পিছনে ব্যবহার করা হয়েছে নির্দিষ্ট রং। নোটের আয়তন রাখা হয়েছে 63mm x 123mm ।
RBI on Note Check: নোটের সামনে মহাত্মা গাঁধীর দিকে টাকা চেনার উপায়
১ নোটের সামনের বাঁ দিকে নিচে মূল্য নির্ণায়ক সংখ্যা ১০ লেখা থাকবে।তবে আলোর সামনে তুলে ধরলেই কেবল এই সংখ্যা দেখা যাবে।অন্যথায় তা দেখা যাবে না।
২ দেবনাগরী হরফে মূল্য নির্ণায়ক সংখ্যা ১০ লেখা থাকবে সামনের দিকে।
৩ নোটের মাঝখানে থাকবে মহাত্মা গাঁধীর ছবি।
৪ নোটের নিচের দিকে ইংরেজিতে লেখা রয়েছে মহাত্মা গাঁধী। তার সামান্য ওপরে ক্ষুদ্র অক্ষরে হিন্দিতে 'भारत' ও ইংরেজিতে 'India' লেখা থাকে।
৫ গাঁধীজির ছবির ডান দিকে রয়েছে একটি সুরক্ষার লাইন। যাকে 'উইনডোড ডিমেটালাইজড সিকিউরিটি থ্রেড বলা হচ্ছে'। চকচকে এই লাইনে কী লেখা রয়েছে তা খালি চোখে বুঝতে পারবেন না। কিন্তু আলোর সামনে এলেই উদ্ধার হবে আসল রহস্য। যেখানে 'भारत' ও 'RBI' লেখা স্পষ্ট দেখতে পারবেন গ্রাহক।
৬ মহাত্মা গাঁধীর ঠিক ডান দিকেই রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের লোগো ও গভর্নরের স্বাক্ষর।
৭ এখানেই শেষ নয়। নোটের ডান দিকের ফাঁকা জায়গায় রয়েছে বড় কারিগরি। এখানে ইলেকট্রো টাইপে মাহাত্মা গাঁধীর ছবি ও ১০ টাকা লেখা রয়েছে। আলোতে ফেললে তা দেখতে পারবেন আপনি।
৮ নোটের একদম ডানদিকে থাকবে অশোক স্তম্ভের ছবি।
৯ সবথেকে আকর্ষণীয় বিযয়, ১০ টাকার নোটের ডান দিকে নিচে যে সংখ্যা লেখা থাকবে তা ক্রমশই বড় আকার ধারণ করবে। একই ছবি দেখা যাবে নোটের বাঁ দিকে ওপরেও। দুই জায়গাতেই সংখ্যার সাইজ ক্রমশ বাড়তে থাকবে।
RBI on Note Check: কী থাকবে নোটের পিছনে ?
১০ কোন সালে নোট ছাপা হয়েছে তা লেখা থাকবে বাঁ দিকে।
১১ গাঁধী চশমার ফ্রেমে লেখা থাকবে 'স্বচ্ছ ভারত'-এর স্লোগান।
১২ নোটের মধ্যে লম্বা ফ্রেমে থাকবে ল্যাঙ্গোয়েজ প্যানেল। যেখানে বহু ভাষায় লেখা থাকবে কত টাকার নোট।
১৩ কোনারকের সূর্য মন্দিরের ছবি থাকবে পিছনে।
১৪ নোটের পিছনে ওপরের ডান দিকে দেখা যাবে দেবনাগরী হরফে মূল্য নির্ণায়ক সংখ্যা ১০
আারও পড়ুন : Savings Scheme Update : কম বিনিয়োগে বেশি মুনাফা, এই সময়ের মধ্যেই দ্বিগুণ হবে টাকা