সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রাজ্যের তিনটি সরকারি মেডিক্যাল কলেজে চালু হচ্ছে ক্যান্সার ইউনিট (Cancer unit)। এর মধ্যে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে (Sagore Dutta hospital college) আগামী বছরেই মিলবে চিকিত্সা পরিষেবা। পরিকাঠামো তৈরির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। থাকছে অত্যাধুনিক চিকিত্সার সুবিধা। বর্ধমান ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজেও চালু হতে চলেছে ক্যান্সার ইউনিট।


শরীরে বাসা বেঁধেছে মারণ-রোগ। ক্যান্সারের বিষ ছড়াচ্ছে একটু একটু করে। রোগী নিজে তো বটেই, আত্মীয়-পরিজন সকলের মনেই আশঙ্কার কালো ছায়া। শুরু হয় ছোটাছুটি। এ হাসপাতাল, সে হাসপাতাল, কখনও ভিনরাজ্যে পাড়ি। অনেকসময় এই টানাপোড়েনেই শেষ হয়ে যায় একটা গোটা পরিবার। 


আরও পড়ুন, বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী, জানালেন ট্যুইট করে


এবার রাজ্যের তিনটি সরকারি মেডিক্যাল কলেজে চালু হতে চলেছে ক্যান্সার ইউনিট। মুর্শিদাবাদ, বর্ধমান মেডিক্যাল কলেজ ছাড়াও উত্তর ২৪ পরগনার সাগর দত্ত মেডিক্যাল কলেজে মিলবে চিকিত্সা পরিষেবা। এর মধ্যে সাগর দত্ত মেডিক্যালে আগামী বছরই চালু হতে চলেছে ক্যান্সার ইউনিট। থাকছে ৮০টি বেড। মিলবে রেডিওথেরাপি ও কেমোথেরাপির অত্যাধুনিক পরিষেবা। 


সাগর দত্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রঘুনাথ মিশ্র বলেন, "বাড়ি তৈরি...পরিকাঠামো তৈরির কাজ শুরু হবে...বর্ধমান ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজেও ক্যান্সার ইউনিট হবে...তবে সাগর দত্তরটা আগে চালু হচ্ছে।" কলকাতা সংলগ্ন কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে ক্যান্সার ইউনিট চালু হলে উপকৃত হবেন উত্তর শহরতলির বাসিন্দারা। 


এদিকে, স্কুল খোলা (West Bengal School Reopen) নিয়ে কাটল যাবতীয় আইনি জট। আগামী ১৬ নভেম্বর থেকেই খুলছে স্কুল। স্কুল খোলা নিয়ে রাজ্যের সিদ্ধান্ত বহাল রাখল হাইকোর্ট ( Calcutta High Court)। রাজ্য (West Bengal) ২৯ অক্টোবর যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তা বহাল রাখল আদালত। আজ আদালত জানায়, রাজ্য যেমন সিদ্ধান্ত নিয়েছিল, সেই মোতাবেক, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির জন্য স্কুল খুলছে। রাজ্য সরকার স্কুল খোলা নিয়ে ২৯ অক্টোবর যে বিজ্ঞপ্তি জারি করেছিল তা বহাল রাখল হাইকোর্ট। এই বিশেষজ্ঞ কমিটির সুপারিশের যে মামলা কলকাতা হাইকোর্টে করা হয়েছিল, তাও খারিজ করেছে আদালত।