নয়াদিল্লি: আধারের (Aadhaar Card)পাশাপাশি বর্তমান সময়ে আপনার গুরুত্বপূর্ণ নথির মধ্যে পড়ে প্যান কার্ড(Pan Card)। ব্যাঙ্কে অ্যাকাউন্ট(Bank Account) খোলা থেকে শুরু করে , ঋণের জন্য আবেদন, আয়কর জমা দেওয়া (Income Tax Return) ছাড়াও সিভিল স্কোরের ক্ষেত্রে সবেতেই প্যান কার্ড প্রয়োজন। তাই এই কার্ডে ভুল থাকলে শুধরে নিতে হবে দ্রুত। জেনে নিন কীভাবে করবেন সেই কাজ।


Pan Card Update: নিয়ম বলছে, অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা বা তার বেশি স্লিপের মাধ্যমে জমা করলে প্যান কার্ড (Pan Card) থাকা আবশ্যিক। সেই ক্ষেত্রে প্যান কার্ডে কোনও ধরনের ভুল থাকলে টাকা জমা দেওয়ার সময় সমস্যার সৃষ্টি হবে।তাই আগেভাগেই শুধরে নিন নিজের অন্যতম গুরুত্বপূর্ণ নথি।


Pan Card Update Online: দুই পথে শোধরাতে পারবেন ত্রুটি। প্যান কার্ডের ভুল শোধরাতে অনলাইন বা অফলাইনের দ্বারস্থ হতে হবে কার্ড হোল্ডারকে। অনলাইনের ক্ষেত্রে এই পরিষেবা পেতে onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html এ গিয়ে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে। অথবা UTIITS পরিষেবা UTIITSL সাইটে গিয়ে myutiitsl.com/PAN_ONLINE/CSFPANApp-এ প্যান কার্ড শোধরাতে পারবেন গ্রাহক।


Pan Card Update Offline: অফলাইনে এই কাজ করতে কাছের প্যান নথিভুক্তিকরণ কেন্দ্রে যেতে হবে আপনাকে। সেখানে নির্দিষ্ট আবদেনপত্র পূরণ করলেই হবে কাজ। এই ফর্মে ‘Apply for New PAN Card / Change / Correction in PAN Data’সবই থাকবে। যা পূরণ করার পরই ঠিক হবে কার্ডের ত্রুটি।


PAN Card Update Contact: কোথায় যোগাযোগ করবেন 


এ ছাড়াও প্যানকার্ডে কোনও সমস্যা সৃষ্টি হলে NSDL -এর 1800-180-1961   ও  020-27218080 নম্বরে যোগাযোগ করুন। সঙ্গে রয়েছে ইমেল করার সুবিধা। কার্ডহোল্ডার চাইলেই efilingwebmanager@incometax.gov.in ছাড়াও tininfo@nsdl.co.in -এ ইমেল করতে পারবেন।


সম্প্রতি নাম বা পদবি পরিবর্তনের জন্য সুযোগ দিচ্ছে প্যান কার্ড অনলাইন সার্ভিসেস। সেখানে এই নির্দিষ্ট নিয়ম মেনেই সহজেই নিজের পদবি বদলাতে পারবেন। বিয়ের পর পদবি বদল করতে প্যান কেন্দ্রে যেতে হয় মহিলাদের। এবার থেকে বাড়িতে বসেই করা যাবে এই কাজ।  


PAN Card-এ পদবি ঠিকানা আপডেট হবে কীভাবে ?


১ প্রথমে অফিশিয়াল সাইটে ভিজিট করুন।    
(https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html)


২ এখানে ঢুকে নিজের আবেদন পত্র পূরণ করুন।


৩ এখানে সব প্রয়োজনীয় বিবরণ লিখে দিন।


৪ এবার সাবমিট বটনে ক্লিক করুন।


৫ আপনার নামের ব্র্যাকেটের মধ্যে PANএর বিষয়ে সব তথ্য লিখে দিন।


৬ এখানে ভ্যালিডেট অপশনে গিয়ে ক্লিক করুন।


৭ শেষ সাবমিট বটনে ক্লিক করুন।


৮ এই ধরনের কাজে কার্ড হোল্ডারকে ঠিকানা বা পদবি পরিবর্তনের জন্য ১১০ টাকা চার্জ জমা দিতে হয়। যদি কার্ডে হোল্ডারের ঠিকানা দেশের বাইরের হয় তাহলে তাঁকে ১১২০ টাকা ফি দিতে হবে।


৯ একবার ফি জমা হয়ে গেলে কার্ড হোল্ডারকে PAN অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে পূরণ করতে হবে। সেখানে নিজের দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আটকাতে হবে কার্ড হোল্ডারকে। এরপর ছবির ওপর স্বাক্ষর করতে হবে।


১০ এবার Income Tax PAN Services UNIT বা NSDL-এর ঠিকানায় এই আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে, ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিও পাঠাতে হবে কার্ড হোল্ডারকে।