Pension System: যে সমস্ত কর্মচারী এমপ্লয়িজ পেনশন ফান্ড অর্গানাইজেশনের সদস্য, অর্থাৎ EPS-এর সদস্য, তাঁরা তাঁদের পেনশন তোলা বা পেনশনের স্ট্যাটাস জানার জন্য একটি নম্বর পান। সেই ১২ অঙ্কের নম্বরটিকে বলা হয় PPO Number বা পেনশন পেমেন্ট অর্ডার নম্বর। ইপিএসের অধীনে নথিচুক্ত হলে সকল কর্মচারীকেই এই পিপিও নম্বর দেওয়া হয়। এটি আদপে ১২ অঙ্কের একটি অনন্য সংখ্যা। অনেক সময়েই এই নম্বর হারিয়ে ফেলেন অনেকে। এই সময় নম্বরটি ফিরে পাবেন কী করে ? কীভাবেই বা আপনার পেনশনের স্ট্যাটাস জানবেন ?
PPO নম্বর আদপে কী ?
পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ পিপিও নম্বর হল একটি ১২ অঙ্কের সংখ্যা যা কোনও ইপিএস গ্রাহক অবসর গ্রহণের সময় পেয়ে যান। ইপিএস অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য জানার জন্য এই পিপিও নম্বর থাকা দরকার। অনেক সময় এই সংখ্যা হারিয়ে ফেলেন অনেকে। তবে সেই নম্বর পুনরায় ফিরে পাওয়ার জন্য কোথাও ছুটোছুটি করার দরকার নেই। পেনশন পাওয়ার জন্য বা আপনার পেনশনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিকমত ঢুকছে কিনা তা দেখার জন্যে পেনশনের স্ট্যাটাস যাচাই করার দরকার পড়ে। আর এই পেনশনের স্ট্যাটাস জানার জন্যেই পিপিও নাম্বার দরকার। কোথাও লাইন দিয়ে নয়, বরং এবার ঘরে বসেই এই পিপিও নম্বর জানা যাবে। কীভাবে দেখে নিন।
PPO নম্বর কীভাবে পাবেন ?
- এর জন্য আপনাকে EPFO-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর অনলাইন পরিষেবা ট্যাবে গিয়ে ক্লিক করতে হবে পেনশনার্স পোর্টালে।
- এরপর Know Your Pension Status ট্যাবে ক্লিক করুন।
- ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পাবেন Know Your PPO Number ট্যাব। এটা বেছে নিতে হবে।
- এরপর ইপিএফের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পিএফ নম্বর বসান।
- সাবমিট বাটনে ক্লিক করলেই কয়েক মিনিটের মধ্যে আপনার PPO নম্বরটি জানতে পারবেন।
পেনশনের স্ট্যাটাস যাচাই করবেন কীভাবে ?
- পেনশনের স্ট্যাটাস যাচাই করার জন্য প্রথমেই আপনাকে যেতে হবে EPFO-র অফিসিয়াল ওয়েবসাইটে।
- অনলাইন পরিষেবার অধীনে পেনশন পোর্টালে ক্লিক করুন।
- পেনশন স্ট্যাটাসে ক্লিক করতে হবে এরপর।
- এরপরে আপনার অফিস আইডিতে ক্লিক করে নিজের পিপিও নম্বর লিখুন।
- তারপরেই কয়েক মিনিটের মধ্যেই আপনার পেনশনের স্ট্যাটাস জানতে পারবেন আপনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Gold Price Today: বিয়ের মরশুমে খরচ কি বাড়ল সোনার ? রাজ্যে আজ সোনার দামে কত হেরফের ?