Mahindra Scorpio N: জুনেই দেশের বাজারে আসতে চলেছে মহিন্দ্রার বহু প্রতীক্ষিত গাড়ি Mahindra Scorpio N। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার এই শক্তিশালী এসইউভির দিকে নজর থাকবে পুরো গাড়ি বাজারের। সম্প্রতি মাহিন্দ্রা স্করপিওর ছবি প্রকাশ্যে এনেছে কোম্পানি। অটো ব্লগারদের মতে ২০২২ সালের বেস্ট সেলার হতে পারে এই গাড়ি। 


Upcoming Car Launch: আগামী মাসেই আরও গাড়ি
মহিন্দ্রা স্করপিও এন বাদেও দেশের বাজারে আগামী মাসে জানা যাবে Citroen C3 Micro SUV-এর দাম। একই সময়ে জুনে  মারুতি ব্রেজা নেক্সট জেনারেশন থেকেও পর্দা সরানো হবে। 


Brezza 2022: কী থাকছে নতুন ব্রেজায় ?
আকর্ষণীয় চেহারা ও উন্নত বৈশিষ্ট্যের সঙ্গে বাজারে আসছে মারুতি সুজুকির নতুন ব্রেজা। আগামী মাসে তার সর্বাধিক বিক্রিত কমপ্যাক্ট এসইউভি ব্রেজার পরবর্তী প্রজন্মের অফিশিয়াল লুক উন্মোচন করতে পারে। মিডিয়া রিপোর্ট সত্যি হলে, নতুন প্রজন্মের Brezza 360 ডিগ্রি ক্যামেরা, ইলেকট্রিক সানরুফ, হেড-আপ ডিসপ্লে, একাধিক এয়ারব্যাগ ও ফ্যাক্টরি ফিটেড CNG কিট- সহ অনেক বৈশিষ্ট্য নিয়ে বাজারে আসতে পারে।


2022 Mahindra Scorpio: কী স্পেকস থাকছে নতুন মহিন্দ্রা স্করপিওতে ?
Mahindra Scorpio-তে একটি প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে, যা C-আকৃতির LED DRL-এর সঙ্গে টপ-স্পেক ট্রিমগুলিতে  অল-এলইডি ইউনিট হিসাবে দেওয়া হবে। SUV-র সাইড প্রোফাইলের কথা বললে, এতে মাল্টি-স্পোক অ্যালয় হুইল দেওয়া হবে। এছাড়াও SUV-র পিছনে স্ট্রেইট LED টেলল্যাম্প পাওয়া যাবে।


Mahindra Scorpio N ও Citroen C3
২৭ জুন মহিন্দ্রা আনুষ্ঠানিকভাবে ভারতীয় বাজারে পরবর্তী প্রজন্মের স্করপিও এন আনবে। এটি প্রত্যাশিত যে, এতে প্রচুর প্রসাধনী ও যান্ত্রিক পরিবর্তন দেখা যেতে পারে। এই নতুন স্করপিও শক্তিশালী ইঞ্জিন, লেটেস্ট ডিজাইন ও সব আধুনিক বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত হবে। এর বাইরে আগামী মাসে ভারতের বাজারে একটি নতুন মাইক্রো এসইউভি সিট্রোয়েন সি 3 আসতে চলেছে। যা টাটা পাঞ্চ সহ আরও অনেক গাড়ির সাথে প্রতিযোগিতা করবে। 


আরও পড়ুন : Electric Ambassador: অ্যাম্বাসাডর আসছে নতুন অবতারে, ভারতে লঞ্চ হবে এই ইলেকট্রিক গাড়ি