EPF Account Update: সারা দেশ জুড়ে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের কোটি কোটি সদস্য আছেন। বেশ কিছুদিন আগে থেকেই ইপিএফও (EPF Account Update) সংস্থা তাঁর বেশ কিছু পরিষেবা অনলাইনে চালু করেছে তাদের সদস্যদের কাজের সুবিধের কথা মাথায় রেখে। অনেক সময় ইপিএফ অ্যাকাউন্ট খোলার সময় নাম, ঠিকানা ইত্যাদিতে কোনও ভুল থেকে যায়, সেই ভুল কীভাবে ঘরে বসেই ঠিক করতে পারবেন ? এমনকী এই পদ্ধতিতে বাড়িতে বসেই নিজের বয়সে ভুল থাকলে তা ঠিক করে নেওয়া যাবে। দেখে নিন বিস্তারিত পদ্ধতি এক নজরে।


আগে এই ধরনের ভুল থাকলে তা ঠিক করার জন্য যে সংস্থায় চাকরি করছেন আপনি, সেই সংস্থা এবং আপনার একটি যৌথ ডিক্ল্যারেশন (EPF Account Update) প্রয়োজন পড়ত, এখন আর তাঁর দরকার নেই। এখন নিজেরাই বাড়িতে বসে অনলাইনে এই আপডেট করে নিতে পারবেন।


ইপিএফও অ্যাকাউন্টে ১১ ধরনের আপডেট করা যাবে অনলাইনেই


ইপিএফ সদস্যরা নিজেরাই অনলাইনে ১১ রকম আপডেট করতে পারবেন। এর মধ্যে রয়েছে সদস্যদের নাম, লিঙ্গ, জন্মতারিখ, বাবা-মায়ের নাম, সম্পর্ক, বৈবাহিক অবস্থা, জয়েনিং তারিখ, কেন চাকরি ছেড়েছেন তাঁর বৃত্তান্ত, নাগরিকত্ব, আধার তথ্য ইত্যাদি।


কীভাবে ইপিএফ আপডেট করবেন


ইপিএফওর যে কোনও তথ্য আপডেট (EPF Account Update) করার জন্য, ইপিএফও-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনাকে। epfindia.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘For Employees’ অপশনে ক্লিক করতে হবে।


এই ট্যাবে ক্লিক করার পর 'Services' অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে আপনাকে।


এরপরে ‘Member UAN/ Online Service’ অপশনে যেতে হবে।


একটা নতুন পেজ খুলে যাবে আপনার সামনে, সেখানে আপনার UAN এবং পাসওয়ার্ড বসাতে হবে আপনাকে।


এরপরে আপনার ইপিএফ অ্যাকাউন্ট খুলে যাবে। এরপর ম্যানেজ ট্যাবে গেলে জয়েন্ট ডিক্ল্যারেশন অপশনটি আপনি দেখতে পাবেন।


সেখানে গিয়েই সমস্ত আপডেট করতে পারবেন।


আগের দিনই ইপিএফওর পক্ষ থেকে জানানো হয়েছে যে, আপৎকালীন পরিস্থিতিতে এই অ্যাকাউন্টে জমানো টাকা তোলার জন্য চেক বই বা ব্যাঙ্কের পাসবই অনলাইনে আপলোড করে দিতে পারবেন। এর জন্য আর বাতিল চেকের দরকার পড়বে না। এর ফলে ক্লেইম প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনা দূর হতে পারে।


আরও পড়ুন: Exit Poll 2024: ব্রোকারেজ সংস্থাগুলির হিসেবেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বিজেপি, সোমবার থেকে চাঙ্গা হবে শেয়ার বাজার