Share Market: শেয়ারের কেনাবেচা করতে গেলে, শেয়ারে বিনিয়োগ করতে গেলে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা জরুরি। শেয়ার ধরে রাখা বা সিকিউরিটিজ ধরে রাখা ছাড়াও এই ডিম্যাট অ্যাকাউন্টের আরও অনেক ফিচার্স আছে। এই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে শেয়ার ট্রান্সফার (Share Transfer) করা যায়। এই পদ্ধতির মাধ্যমে শেয়ার হোল্ডাররা তাঁদের সমস্ত পোর্টফোলিও একজায়গা থেকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন। কীভাবে এক ডিম্যাট অ্যাকাউন্ট থেকে অন্য ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার ট্রান্সফার করবেন ?


শেয়ার হোল্ডাররা তাঁদের বিনিয়োগ আরও শক্তপোক্ত করতে, বিনিয়োগের পোর্টফোলিও আরও ভালভাবে পর্যবেক্ষণ করতে পারেন এই শেয়ার ট্রান্সফারের (Share Transfer) মাধ্যমে। নানা কারণে বিনিয়োগকারীরা শেয়ার স্থানান্তর করেন। তাঁর মধ্যে একত্রিত করার উদ্দেশ্যে, মালিকানা বদল হলে বা পোর্টফোলিও ভালভাবে পরিচালনা করার জন্য এই শেয়ার স্থানান্তর করা হয়।


অনলাইনে বা অফলাইনে এই ডিম্যাট অ্যাকাউন্ট থেকে শেয়ার স্থানান্তর করা যায়।


অনলাইনে কীভাবে শেয়ার ট্রান্সফার করবেন ?



  • সিডিএসএল ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করুন।

  • রেজিস্ট্রেশনের পরে সমস্ত নথি নিয়ে নিজের মোবাইল নম্বর ওটিপির মাধ্যমে যাচাই করে নিন।

  • তারপর নিজের অ্যাকাউন্টে লগ ইন করে শেয়ার ট্রান্সফার করতে পারেন।

  • ওয়েবসাইটে যে যে নির্দেশবিধি দেওয়া আছে তা মেনে ট্রান্সফার করে নিন শেয়ার।

  • এরপর একটা কনফারমেশন মেল যাবে আপনার কাছে যাতে শেয়ার ট্রান্সফার সফলভাবে হয়েছে, বলা থাকবে।


শেয়ার স্থানান্তরে কতদিন সময় লাগে ?


শেয়ার স্থানান্তরের (Share Transfer) সময় বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। এর মধ্যে অনলাইন বা অফলাইন পদ্ধতি, ব্রোকার বা ডিপি-র দক্ষতা, বাজারের অবস্থা ইত্যাদি রয়েছে। সাধারণত ৩-৫ টি ট্রেডিং দিবসের মধ্যেই এই শেয়ার স্থানান্তরের কাজ হয়ে যায়।


শেয়ার স্থানান্তরে কী চার্জ লাগে ?


ব্রোকার বা ডিপোজিটরি পার্টিসিপেন্টদের কাছ থেকে শেয়ার ট্রান্সফারের জন্য একটি চার্জ নির্ধারিত থাকে। ব্রোকারের পলিসি বা স্থানান্তরের প্রকৃতির উপর এই চার্জ নির্ভর করে।


ট্রান্সফারের স্ট্যাটাস কি ট্র্যাক করা যায় ?


শেয়ার স্থানান্তর (Share Transfer) করার পরে খুব সহজেই আপনি চাইলে ট্রান্সফারের আবেদনের স্ট্যাটাস চেক করতে পারেন। আপনার ডিপোজিটরি পার্টিসিপেন্টের অনলাইন পোর্টালে গেলেই এই স্ট্যাটাস চেক করা যাবে।


অন্য ব্রোকারের ডিম্যাট অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায় ?


অন্য ব্রোকারের কাছে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা থাকলেও তাতে শেয়ার স্থানান্তর করা যায়। এর জন্য কিছু অতিরিক্ত চার্জ লাগতে পারে। এক্ষেত্রে প্রসেসিং টাইমেও কিছু রদবদল হতে পারে।


আরও পড়ুন: TCS Share: শেয়ার বিক্রি করবে টাটা সন্স, ৩ শতাংশ পড়ল টিসিএসের শেয়ারের দাম- এখন কি বেচে দেবেন ?