TCS : টিসিএসের ২.৩৪ কোটি শেয়ার বিক্রি করবে টাটা সন্স। এই খবর ছড়িয়ে পড়তেই বিপুল পতন টিসিএসের শেয়ারে। প্রায় ৯৩০০ কোটি টাকার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে টাটা সন্স। আর তাই আজ মঙ্গলবার বাজার খুলতেই ৩ শতাংশ পড়ে গিয়েছে টিসিএসের শেয়ারের দাম (TCS Share Price)। আগের দিন এই শেয়ারের দাম বন্ধ হয়েছিল ৪১৫২.৫০ টাকায়, আজ বাজার খোলার পরেই ৩ শতাংশ পড়ে ইন্ট্রাডেতে শেয়ারের দাম লো সার্কিটে ছুঁয়ে ফেলে ৪০২২ টাকার সীমা।


কেন কমছে টিসিএসের শেয়ারের দাম


বাজার বিশেষজ্ঞদের মতে, টাটা সন্সের শেয়ার (TCS Share Price) বিক্রির খবরেই মূলত টিসিএসের শেয়ারে এই দরপতন লক্ষ্য করা যাচ্ছে আজকের বাজারে। তবে এই দামের পতন মূলত মাঝারি থেকে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য খুবই ভাল সুযোগ বলে মনে করা হচ্ছে। টাটা সন্স দেশের সর্ববৃহৎ সফটওয়্যার সংস্থা টিসিএস (Tata Consultancy Services)-এর শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ব্লক চুক্তির অধীনে প্রায় ৯৩০০ কোটির শেয়ার বিক্রি করবে টাটা সন্স। প্রতি শেয়ারে এই চুক্তিতে দাম ধার্য হয়েছে ৪০০১ টাকা। টিসিএসে মোট ৭২.০৮ শতাংশ অংশীদারিত্ব আছে টাটা সন্সের। গত এক বছরে ৩০ শতাংশেরও বেশি বেড়েছে এই শেয়ার।


লিস্টিং হতে চলেছে টাটা সন্সের


ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে, টাটা সন্স ভারতের রিজার্ভ ব্যাঙ্কের নিয়মে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হতে চলেছে। আরবিআইয়ের নিয়মে সমস্ত বড় নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানিগুলিকে এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে হবে। টাটা সন্স এই গোষ্ঠীর আওতায় পড়ে। আর তাই এই সংস্থা পাবলিক মার্কেট লিস্টিং এড়াতে শেয়ার (TCS Share Price) বিক্রি করার সহজ পন্থা নিয়েছে টাটা সন্স।


সর্বোচ্চ স্তরে ছিল টিসিএসের শেয়ারের দাম


সোমবারের বাজারে টিসিএসের শেয়ার তাঁর সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেলেছিল। দাম হয়েছিল ৪২৫৪.৫৪ টাকা। তবে সেদিনই পরে ১.৪ শতাংশ দাম কমে যায় শেয়ারের। টিসিএসের এখনকার মার্কেট ভ্যালু ১৫ ট্রিলিয়ন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরেই মার্কেট ভ্যালুর দিক থেকে দাঁড়িয়ে আছে এই সংস্থা।  


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন: Opening Bell: ফের পতন দিয়েই খুলল বাজার, সেনসেক্স নামল ৭২৫০০-এর নিচে- আজ কী হবে ?