HUDCO Share: গত এক বছরে পিএসইউ স্টকগুলি বেশ ভাল পারফর্ম করেছে। কিছু কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টকে মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে এক বছরের মধ্যেই। তেমনই একটি সংস্থা হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ সংক্ষেপে হাডকো। এই সংস্থার শেয়ারেই (HUDCO Dividend) বিগত এক বছরের মধ্যে এসেছে বিপুল মুনাফা। এবার এই সংস্থাই অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে। এক বছরে ২৯৫ শতাংশ বেড়েছে এই সংস্থার শেয়ারের দাম, এবার ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করল হাডকো।
কবে ডিভিডেন্ড মিলবে
হাডকোর বোর্ড অফ ডিরেক্টররা এর ডিভিডেন্ড (HUDCO Dividend) ঘোষণা করার পরেই এর রেকর্ড ডেটও জানিয়ে দিয়েছেন। বোর্ডের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষে ডিবেঞ্চার ইস্যু করার মাধ্যমে ৪০ হাজার কোটি টাকা পর্যন্ত অর্থ সংগ্রহ করার। হাডকো সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষে প্রতিটি ইকুইটি শেয়ার পিছু ১.৫০ টাকা অর্থাৎ ১৫ শতাংশ হারে অন্তবর্তী ডিভিডেন্ড দেওয়া হবে শেয়ার হোল্ডারদের। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের ফেসভ্যালু হবে ১০ টাকা। জানা গিয়েছে, এই সংস্থা আগামী ৩০ দিনের মধ্যে রেকর্ড ডেট রেখেছে এবং এর মধ্যেই ডিভিডেন্ড দেওয়া হবে বিনিয়োগকারীদের।
কত রিটার্ন এসেছে এই শেয়ারে
২০২৪ সালের শুরু থেকে আজকের দিন পর্যন্ত হাডকোর শেয়ারের দাম (HUDCO Dividend) বেড়েছে ৩৯.৪৬ শতাংশ। বিগত তিন মাসের হিসেবে দেখলে এই সংস্থার শেয়ারের দাম ৭২.৭১ শতাংশ বেড়েছে। গত ১ বছরে হাডকোর শেয়ারে বিনিয়োগ করে ২৯৫ শতাংশ মুনাফা মিলেছে, ৩ বছর আগে বিনিয়োগ করে থাকলে ২৭৮ শতাংশ রিটার্ন মিলত আজকের দিনে। সবথেকে বেশি লাভ দিয়েছে এই সংস্থার শেয়ার ২ বছরের ব্যবধানে।
শেয়ারের দামে ওঠানামা
বুধবার ২০ মার্চ বাজার বন্ধের সময় এই সংস্থার শেয়ারের দাম হয় ১৭৫.৬৫ টাকা। হাডকোর শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ২২৬.৪৫ টাকা এবং সর্বনিম্ন দাম ৪০.৪০ টাকা।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Upcoming IPO: মাসের শেষেই আসছে এই ফিনটেক সংস্থার আইপিও, বিনিয়োগে লাভ দিতে পারে ?