Zepto Founder: দেশের ধনকুবেরদের তালিকা প্রকাশ করেছে হারুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪। আর এই তালিকায় এই বছর মুকেশ আম্বানিকে ছাপিয়ে শীর্ষে উঠেছেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি। আর আশ্চর্যজনকভাবে এই তালিকায় উঠে এসেছে একজন ২৪ বছর বয়সী ভারতীয় তরুণের নামও। 'জেপ্টো' সংস্থার সহ প্রতিষ্ঠাতা কৈবল্য বোহরা (Hurun India Rich List 2024) এখন ভারতের সবথেকে কনিষ্ঠ ধনকুবের। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৬০০ কোটি টাকা। ২০২১ সালে মাত্র ২১ বছর বয়সে কৈবল্য বোহরা তৈরি করেন 'জেপ্টো' সংস্থা। আর তাঁর সঙ্গেই এই সংস্থার আরেক মালিক অদিত পলিচা ২২ বছর বয়সে ধনকুবেরের জায়গা করে নেন।


২০২১ সালে তৈরি হয়েছে 'জেপ্টো'


অদিত পলিচা এবং কৈবল্য বোহরা দুজনেই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। কিন্তু দুজনেই কম্পিউটার সায়েন্স পড়া মাঝপথে বন্ধ করে নিজেদের ব্যবসা (Hurun India Rich List 2024) শুরু করেন। আর তারপরেই কুইক ডেলিভারি অ্যাপ জেপ্টো তৈরি হয় ২০২১ সালে। নানা দেশে করোনা মহামারীর সময় প্রয়োজনীয় সামগ্রী বাড়ি বাড়ি দিয়ে আসার জন্যেই এই সংস্থার জন্ম হয়। আমাজন, সুইগি ইন্সটামার্ট, ব্লিঙ্কইট, টাটা গ্রুপের বিগ বাস্কেট আগে থেকেই এই ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে।


প্রতি ৫ দিনে ভারতে একজন ধনকুবের উঠে আসেন


গত বছরে দেখা গিয়েছে প্রতি ৫ দিন অন্তর এই হারুন ইন্ডিয়া রিচ লিস্টে (Hurun India Rich List 2024) একেকজন নতুন ধনকুবেরের নাম উঠে এসেছে। হারুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা এবং গবেষক অনাস রহমান জুনায়েদ বলেছেন যে সম্পদ বৃদ্ধির দিক থেকে ভারত তিন তিনটে সেঞ্চুরি করে ফেলেছে ইতিমধ্যেই এবং বহু অন্যান্য দেশকে সম্পদের দিক থেকে পিছনে ফেলে দিয়েছে।


২০২৩ সালে ভারতে ৭৫ জন নতুন ধনকুবের দম্পতি ছিলেন। ৩৮৬ জন ধনকুবের সহ মুম্বই ছিল দেশের সবথেকে বড় ধনীদের বাসস্থানের তালিকায় শীর্ষে। আর দিল্লি ছিল এই তালিকায় দ্বিতীয় স্থানে যেখানে থাকেন ২১৭ জন ধনকুবের। আর তৃতীয় স্থানেই আছে হায়দরাবাদ যেখানে ১০৪ জন ধনকুবেরের বাস।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: UPI Payment: ইউপিআই থেকে টাকা কাটলেও যায়নি নগদ, ফেরত পাবেন কীভাবে ?