মাদ্রিদ: গত বারের লা লিগা তথা (La Liga) চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ (Real Madrid)। মরশুম শুরুর আগে দলের আক্রমণ বিভাগের শক্তি বাড়িয়ে কিলিয়ান এমবাপে যোগ দিয়েছিল লস ব্লাঙ্কোসে। তাই স্বাভাবিকভাবেই রিয়াল মাদ্রিদ ভালভাবে মরশুমটা শুরু করবে, এমনই প্রত্যাশা ছিল। তবে তিন ম্যাচে দ্বিতীয়বার আটকে গেল রিয়াল। কার্লো আনসেলত্তির দল লা লিগায় লাস পালমাসের বিরুদ্ধে ১-১ ড্র করল।


ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল। মাত্র পাঁচ মিনিটের মাত্র ঘরের মাঠে লাস পালমাসের হয়ে গোল করে দলকে এগিয়ে দেন মলেইরো। তবে রিয়াল ধীরে ধীরে ম্যাচের দখল নেয়। প্রথমার্ধের ২৫ মিনিটের মাথায় সমতায় ফেরার খুব কাছে পৌঁছে গিয়েছিল স্পেনের রাজধানীর দলটি। তবে সিলিসেন ফেদে ভালভার্দের ফ্রি-কিক বাঁচিয়ে নেন। এমবাপে নেতৃত্বে চার মিনিট পরেই এক দুরন্ত প্রতিআক্রমণ তৈরি হলেও, তা বিফলে যায়। সিলিসেন দারুণভাবে একাধিক সেভ করে ক্যানারিজ়দের ম্যাচে এগিয়ে রেখেছিলেন। ৩৮ মিনিটে টনি রুডিগারের দূরপাল্লার এক জোরাল শটও দারুণভাবে রুখে দেন ডাচ গোলরক্ষক।


প্রথমার্ধে ০-১ পিছিয়ে থেকেই মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমতায় ফেরার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ে রিয়াল। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোরা শট নিলেও, তা একের পর এক সবই দস্তানাবদ্ধ করছিলেন সিলিসেন। ৫৫ মিনিটে পালমাসকে দুই গোলে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন সান্দ্রো। তবে তাঁর শট বারের বাইরে দিয়ে বেরিয়ে যায়। এরপর রিয়ালের হয়ে ভিনিসিয়াস জুনিয়রের হেডার অল্পের জন্য তেকাঠির বাইরের যায়। প্রতিপক্ষকে বিরাট চাপে ফেলে রিয়াল। অবশেষে ৬৮ মিনিটে গোল আসে। ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান।


ম্যাচ শেষের আগে এমবাপে এবং এনড্রিক রিয়ালের হয়ে জয় ছিনিয়ে নেওয়ার দুই বড় সুযোগ পেয়েছিলেন। অনবদ্য মুভে এমবাপে গোলের দারুণ সুযোগ তৈরি করলেও ম্যাকেনা দুইবার তাঁকে আটকান। এনড্রিকের ওভারহেড কিকও লাভের লাভ করতে পারেনি। শেষমেশ ম্যাচ ১-১ সমাপ্ত হয়। তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ের সুবাদে পাঁচ পয়েন্ট রয়েছে রিয়ালের দখলে। তারা আপাতত লিগ তালিকায় পঞ্চম স্থানে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: শুরু প্যারালিম্পিক্সের লড়াই, গুগল ডুডলে উইলচেয়ার বাস্কেটবল, রয়েছে বিশেষ বার্তা