Hurun Global Rich List 2024: সম্প্রতি নতুন বৈশ্বিক তালিকায় ২৭১ জন কোটিপতিকে নিয়ে বিশ্বের মধ্যে ধনী ব্যক্তিদের তালিকায় ভারতের নাম উঠে এসেছে তৃতীয় স্থানে। সমগ্র এশিয়ার মধ্যে ভারতের মুম্বইতেই সবথেকে বেশি কোটিপতিদের বাস বলে জানা গিয়েছে এই সমীক্ষায় (Global Rich List 2024)। আর সেই কোটিপতিদের তালিকায় দশম স্থানেই রয়েছেন ভারতের অন্যতম ধনকুবের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ অম্বানি।


সারা বিশ্বের মধ্যে ভারতে বেড়েছে ধনকুবেরের সংখ্যা


হারুন গ্লোবাল রিচ লিস্টের সমীক্ষায় দেখা গিয়েছে ২০২৪ সালে সারা বিশ্বে মোট ৩২৭৯ জন ধনকুবের ব্যক্তি আছেন, যাদের মধ্যে গত বছরই তালিকাভুক্ত হয়েছেন নতুন ১৬৭ জন। চিনে এর মধ্যে সবথেকে বেশি ধনকুবের আছেন (৮১৪ জন), তারপরেই আছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থান (৮০০ জন) এবং তৃতীয় স্থানে আছে ভারতের নাম। গত বছর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে যথাক্রমে ১০৯ ও ৮৪ জন ধনকুবেরের নাম নতুন যোগ হয়েছে তালিকায়, সেখানে চিনে গত বছর ১৫৫ জন ধনকুবের তালিকা থেকে বাদ পড়েছেন।


বেজিংকে ছাপিয়ে গেল মুম্বই


এভাবে প্রায় ১০০-রও বেশি ধনকুবের থাকায় মুম্বই ধনীদের শহরের তালিকায় (Global Rich List 2024) ছাপিয়ে গিয়েছে বেজিংকেও। হারুন তালিকায় এই প্রথমবার ভারত উঠে এল তৃতীয় স্থানে এবং বেজিংকে ছাপিয়ে গেল অন্য কোনও শহর। ভারতের রাজধানী নয়াদিল্লিও বিশ্বের মধ্যে ১০টি ধনকুবেরের শহরের তালিকায় উঠে এসেছে এই প্রথমবার।


ভারতে এখন ১৩০০ জন ধনকুবের  


হারুন তালিকায় (Global Rich List 2024) দেখা গিয়েছে, ভারতে এখন ১৩০০ জনেরও বেশি মানুষের সম্পদের পরিমাণ ১০০০ কোটির বেশি। ২০২৩ সালের তুলনায় এই সংখ্যাটা বেড়েছে ২১৬ জন। ২৭৮ জন নতুন মানুষ যোগ দিয়েছেন এই ধনকুবেরদের তালিকায়। আগের বছরের তুলনায় ৭৬ শতাংশ বেড়েছে ধনকুবেরের সংখ্যা।


ভারতীয় ব্যবসায়ীরা আরও আত্মবিশ্বাসী    


হারুন গ্লোবালের চেয়ারম্যান রুপার্ট হুগওয়ার্ফ ভারতের ব্যবসায়ীরা বিশ্বের অন্যান্য দেশের ব্যবসায়ীদের চেয়ে বেশি আত্মবিশ্বাসী। বছর খারাপ যেতে পারে বলে মনে করছেন চিনের ও ইউরোপের ব্যবসায়ীরা, কিন্তু এদিকে ভারতের ব্যবসায়ীদের মধ্যে আশাবাদ দেখা যাচ্ছে।


এই দুই খাতে ধনকুবের বাড়বে ভবিষ্যতে


হারুনের চেয়ারম্যান ধারণা করছেন, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বৈদ্যুতিন যানবাহনের খাতেই আরও ধনকুবের বাড়তে পারে। শুধুমাত্র এ আইয়ের কারণে মাইক্রোসফট সংস্থার বাজারগত মূলধন বেড়েছে ৭-৮ শত বিলিয়ন ডলার। বৈদ্যুতিন গাড়ির ক্ষেত্রে চিনে বহুল উন্নতি দেখা গিয়েছে গত কয়েক বছরে।


আরও পড়ুন: Share Market Closing: আইটি-ব্যাঙ্কিং সেক্টরে বিপুল পতন- ৩ দিনের মুনাফা নিমেষে হারালেন বিনিয়োগকারীরা