Sensex Today: সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই প্রচুর ক্ষতি হল বিনিয়োগকারীদের। রেড জোনে বন্ধ হল বাজার। ব্যাঙ্কিং ও আইটি সেক্টরে বিপুল পতনের কারণে সেনসেক্স আজ ৩৬০ পয়েন্ট পড়ে গিয়েছে। তবে স্মলক্যাপ ও মিডক্যাপ স্টকে আজ বেশ অনেকটাই কেনার ইঙ্গিত দেখা গিয়েছে, সবুজ ছিল নিফটি মিডক্যাপ ও স্মলক্যাপের সূচক। ৩৬০ পয়েন্ট কমে সেনসেক্স (Share Market Closing) আজ বন্ধ হয়েছে ৭২,৪৭০ পয়েন্টে এবং নিফটি আছে ২২,০০০ পয়েন্টে।
কোন সেক্টরে কী গতি
আজকের কেনাবেচায় মেটাল, রিয়েল এস্টেট, ইনফ্রা, অয়েল অ্যান্ড গ্যাস, কনজিউমার, হেলথকেয়ার ইত্যাদি সেক্টরে সবুজ সঙ্কেত দেখা গিয়েছে। কেনাকাটা চলেছে এইসব সেক্টরে আর অন্যদিকে আইটি, ব্যাঙ্কিং, মিডিয়া, এফএমসিজি, ফার্মা স্টকে সেল অফের কারণে পতন দেখা গিয়েছে। মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকগুলির দামও আজ বাড়তে দেখা গিয়েছে। নিফটি মিডক্যাপ ও নিফটি স্মলক্যাপ সূচক আজ সবুজ জোনেই ছিল। সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে ১০টি শেয়ারে (Share Market Closing) মুনাফা এসেছে আর বাকি ২০টি শেয়ারে পতন দেখা গিয়েছে। অন্যদিকে নিফটির অধীনে ৫০টি শেয়ারের মধ্যে আজ মঙ্গলবার ২০টি শেয়ার লাভের মুখ দেখলেও ৩০টি শেয়ারে ক্ষতি হয়েছে।
সম্পদ বেড়েছে বিনিয়োগকারীদের
শেয়ার বাজারের প্রধান দুই সূচকে আজ পতন দেখা গেলেও বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত স্টকগুলির বাজারগত মূলধন যেখানে আগে ছিল ৩৮২.১৩ লক্ষ কোটি টাকা, সেখানে আজ এই মূলধন দাঁড়ায় ৩৮২.৫২ লক্ষ কোটি টাকায়। ৩৯০০০ কোটি টাকা মূলধন বেড়েছে আজকের বাজারে।
BSE-র তথ্য অনুসারে ৪০৯০টি স্টকে (Share Market Closing) আজ কেনাবেচা চলেছে যার মধ্যে ১৪২২টি স্টক লাভের মুখ দেখেছে আর বাকি ২৫৩৮টি স্টকের দাম পড়েছে। ১৩০টি শেয়ারের দামে কোনও বদল লক্ষ্য করা যায়নি আজকের বাজারে।
কোন শেয়ারের দাম বাড়ল
মঙ্গলবার সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে বাজার রেড জোনে বন্ধ হলেও বাজাজ ফিনান্স, লারসেন টার্বো, এনটিপিসি, অ্যাক্সিস ব্যাঙ্ক, বাজাজ ফিনসার্ভ ইত্যাদি শেয়ার যথাক্রমে ২.১৮, ১.৩৮, ১.৩২, ০.৮১ ও ০.৬৬ শতাংশ বেড়েছে।
কোন শেয়ারে বিপুল পতন
আজকের বাজারে পাওয়ারগ্রিড কর্পোরেশনের শেয়ার ২.০৭ শতাংশ পতনের সঙ্গে বন্ধ হয়েছে। অন্যদিকে ভারতী এয়ারটেলের দাম পড়েছে ১.৯৯ শতাংশ। উইপ্রোর দামও কমেছে আজ ১.৫০ শতাংশ।
আরও পড়ুন: Gold Silver Price: আজ সোনা কিনলে লাভ হবে ? সস্তা হল কি সোনার দাম ? দেখে নিন রেটচার্ট