নয়াদিল্লি: গাড়ির পুরোনো ভ্যারিয়েন্ট পেতেই লাইন দিতে হচ্ছে ক্রেতাদের। চাহিদা তুঙ্গে থাকার মধ্যেই এবার হন্ডাই ক্রেটার ফেসলিফ্ট(Hyundai Creta Facelift) আনল কোম্পানি। লুক বলছে, ভারতে এলে গাড়ি বাজারে বড় হিট হবে এই কমপ্যাক্ট এসইউভি। 


Hyundai Creta Facelift Update: এমনিতেই বাজারে আসার দু'বছর অতিক্রম করায় গাড়ির ফেসলিফ্টের অপেক্ষায় ছিল 'কার মার্কেট'। তবে সামনের দিকে পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেশকিছু পরিবর্তন করা হয়েছে গাড়িতে। সামনের থেকে মনে হবে, নতুন প্লাটফর্মে তৈরি ক্রেটা (Creta) দেখছেন আপনি। 




Hyundai Creta Facelift: হুন্ডাই টুসোঁর আন্তর্জাতিক ভ্যারিয়েন্টের মতোই দেখতে হয়েছে গাড়ি।সম্প্রতি ইন্দোনেশিয়োতে দেখা গিয়েছে ক্রেটার এই নতুন চেহারা। যেখানে সামনের ক্রোম গ্রিলে Parametric ডিজাইন ল্যাঙ্গোয়েজ দেওয়া রয়েছে। সেই অনুসারে গ্রিলের মধ্যেই পাবেন ডিআরএলস।বদলে দেওয়া হয়েছে ক্রেটার হেডল্যাম্পস। অন্যান্য সাম্প্রতিক এসইউভি-র মতোই ক্রেটার হেডল্যাম্পও ডিআরএলস-এর নিচে রাখা হয়েছে। এবার বাম্পারে সিলভার কালারের স্কিড প্লেট দিয়েছে হুন্ডাই। কিছু রঙের ক্ষেত্রে এই স্কিড প্লেটের রং বদলাতেও পারে। ভারতে সামনের বছরই ক্রেটার গাড়ি লঞ্চের ২ বছর হতে চলেছে। তখনই আনা হবে এই গাড়ি। 




Hyundai Creta Facelift: স্পেকস ও ফিচার
ফেসলিফ্ট হলেও একেবারে বদলে গিয়েছে ক্রেটার ফ্রন্ট গ্রিল। ফগ ল্যাম্পের কেসিং এবার বাম্পারের অনেকটা ভিতরে রাখা হয়েছে। প্যানোরামিক সানরুফ, প্রিমিয়াম স্পিকার ছাড়াও 10.25-inch TFT LCD ক্লাস্টার দেওয়া হয়েছে গাড়িতে। অ্যালকাজারের মতোই এখানে ডিসপ্লে স্ক্রিন দিয়েছে কোম্পানি। ড্রাইভিং মোডের সঙ্গে সঙ্গে বদলে যাবে স্ক্রিনের ডিসপ্লে কালার। এর মধ্যেই রয়েছে ব্লাইন্ড স্পট মনিটরের সুবিধা। এছাড়াও রয়েছে প্যানারোমিক সানরুফ, ওয়্যারলেস চার্জিং, কুলড সিটস। আগের থেকে অনেক বেশি স্পোর্টি লুক পাচ্ছে এই এসইউভি। পাশাপাশি থাকছে ADAS ফিচার, adaptive cruise control, cross-traffic collision avoidance assist, emergency brake assist ছাড়াও lane-keep assist-এর সুবিধা।




Hyundai Creta facelift-এর ইঞ্জিন: 
নতুন মডেলে 1.5 লিটারের naturally aspirated engine দেওয়া হয়েছে। সঙ্গে থাকছে 1.4 লিটারের টার্বো ইঞ্জিন। এবারও ৬ স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক গিয়ারবক্স থাকবে দেওয়া হয়েছে গাড়িতে। MG Astor ও Mahindra XUV700-র মতোই ADAS ফিচার দেওয়া হয়েছে গাড়িতে। 1.5 diesel/1.5 petrol ছাড়াও 1.4 লিটার  turbo petrol ইঞ্জিন আসতে চলেছে গাড়িতে। সম্প্রতি ব্রাজিলে লঞ্চ হয়েছে এই এসইউভি। যেখানে একাধিক ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট ফিচার দেওয়া হয়েছে গাড়িতে।  


আরও পড়ুন: Ola S1, Ather 450X বনাম Simple One-এ জোর টক্কর, সেরার সেরা কে ?


আরও পড়ুন : Skoda Slavia Update: প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে আধুনিক ফিচার, আগামী সপ্তাহেই আসছে স্কোডার এই সেডান