নয়াদিল্লি: চর্চা হচ্ছিল বেশ কয়েক মাস ধরেই। অবশেষে সব জল্পনা উড়িয়ে ভারতে লঞ্চ করল হুন্ডাই এন-লাইন (Hyundai N-Line) মডেল। দেশে হুন্ডাইয়ের i20 মডেলের হাত ধরেই অভিষেক ঘটল এই নতুন মডেলের। এক ঝলকে গাড়ির কসমেটিক পরিবর্তন তাক লাগিয়ে দেবে ক্রেতাদের।


Hyundai N-Line
এসইউভি গাড়ির ভরা বাজারে এন লাইন মডেল লঞ্চ করল হুন্ডাই। যা চমকে দিয়েছে খোদ গাড়ি বিশেষজ্ঞদের। কোম্পানির ধারণা, নতুন মডেলে বেশি আকর্ষিত হবেন ক্রেতারা।আপাতত হুন্ডাই আই-২০ 1.0-litre GDI Turbo iMT ছাড়াও DCT ইঞ্জিনের ক্ষেত্রেই পাওয়া যাবে এই এন-লাইন মডেল। মার্সিডিজের এএমজি লাইনের মতোই বিশ্বের বাজারে কিছু নির্দিষ্ট গাড়ির N-Line মডেল বাজারে আনে হুন্ডাই।


পরিবর্তন হয়নি গাড়ির আকার-আয়তন (Hyundai i20 N-Line Dimension)
নাম পরিবর্তন হলেও আয়তনে একই রয়েছে এই নতুন মডেল। কোম্পানির তথ্য বলছে, সাধারণ আই-২০ থেকে সাইজে কোনও ধরনের পরিবর্তন করা হয়নি গাড়িতে। আগের মতোই ৩৯৯৯ এমএম দৈর্ঘ্য রয়েছে গাড়ির। চওড়ায় গাড়ি আগের মতোই রাখা হয়েছে ১৭৭৫ এমএম। গাড়ির উচ্চতা ১৫০৫ এমএম দিয়েছে কোম্পানি। সাধারণ Hyundai i20 মডেলের মতো ২৫৮০ এমএম হুইলবেস রয়েছে গাড়ির। 


কী পরিবর্তন করা হয়েছে গাড়িতে ?
মূলত, গাড়িতে আরও বেশি স্পোর্টি লুক দেওয়ার চেষ্টা করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি। ফুল ব্ল্যাক কেবিনের পাশাপাশি সিটে দেওয়া হয়েছে লাল সেলাই। তাছাড়াও সিটে রয়েছে এন ব্যাজিং। যা গাড়িতে এক অন্য মাত্রা দিয়েছে। স্টিয়ারিং হুইল পুরো ঢেকে দেওয়া হয়েছে চামড়ার কভারে। গাড়িতে দেওয়া হয়েছে ১০.২৫ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম।


বিশ্বের একাধিক মার্কেটে এসেছে আগেই। এতদিন ভারতের মার্কেটে N-Line মডেল আনতে চায়নি হুন্ডাই (Hyundai)। তবে দেশের বাজারে ক্রেতার চাহিদা বাড়ায়  এবার কোম্পানির প্রিমিয়াম ভার্সন লঞ্চ করা হল ভারতে।
 
কী এই Hyundai N-Line ?
বিশ্বের তাবড় গাড়ি প্রস্তুতকারকরাই এই কাজটি করে থাকেন। কোম্পানির কিছু গাড়ির পারফরম্যান্স ভেরিয়েন্ট আনেন তারা। যেখানে গাড়ির উন্নত ইঞ্জিনের পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া হয়। যার জেরে অনেকটাই দাম বেড়ে যায় গাড়ির। সাব ব্র্যান্ড হিসাবে দেখা হয় এই গাড়িগুলিকে।ভারতে সেই পথেই হাঁটতে শুরু করল হুন্ডাই। উদাহরণস্বরুপ বলা যেতে পারে, BMW-র রয়েছে এম পারফরম্যান্স ডিভিশন।Mercedes-Benz-এর রয়েছে AMG,Jaguar Land Rover-এর রয়েছে SVR। একইভাবে হুন্ডাইয়ের রয়েছে N-Line ও N ব্যাজের গাড়ি।