Hyundai India: হুন্ডাইয়ের এসইউভি বলতেই ভারতে সবার আগে আসে ক্রেটার নাম। যদিও বিশ্ব বাজারে একের পর এক বড় এসইউভি তৈরি করে চলেছে হুন্ডাই। টুসোঁর পর এবার ২০২৩ জায়ান্ট Palisade এনেছে কোম্পানি। ভারতে আসবে কি এই গাড়ি ?


Hyundai Palisade: কেমন দেখতে এই গাড়ি ?
2023-এর Palisade আকারে অনেকটা রেঞ্জ রোভার মডেলগুলির মতো। যদিও ডিজাইনে পুরো আলাদা এই গাড়ি। গাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত বিলাসবহুল ছবি দেখতে পাবেন ক্রেতা। নতুন Palisade হল Hyundai-এর সবচেয়ে বড় SUV। এটি একটি 8-সিটার বা 7 সিটার আকারে আসতে পারে। নতুন 2023 মডেলে নতুন স্টাইলিং-সহ দেওয়া হয়েছে নতুন গ্রিল৷ প্রায় 5 মিটার দীর্ঘ ও বেশ চওড়া এই গাড়ি। 


Hyundai Palisade: কেবিন কেমন গাড়ির ?
নতুন মডেলটিতে হাই রেজোলিউশনের সঙ্গে একটি ডিজিটাল কী ও একটি রিমোট কন্ট্রোল কী ফব দেওয়া হয়েছে। গাড়িতে পাবেন 12 ইঞ্চির টাচ স্ক্রিন। যা গাড়িটিকে সামনে বা পিছনে সরাতে খব কাজে লাগে। 360 ডিগ্রি ক্যামেরা দেখে এই স্ক্রিন অপারেট করা যায়। এই গাড়ির কেবিন বিলাসবহুল অন্দরসজ্জায় ঠাসা। এমনকী তৃতীয় সারির আসনেও ভেন্টিলেশন ও সিট গরম রাখার সুবিধা রয়েছে। দ্বিতীয় সারিতে প্রচুর প্রযুক্তি ও আরামদায়ক ফিচার দিয়েছে কোম্পানি। ভিতরে বসার জায়গাও প্রচুর। 




Hyundai Palisade: গাড়ির ইঞ্জিন অপশন
কিছু নির্বাচিত বাজারের জন্য Palisade একটি বড় পেট্রল V6 বা একটি 2.2l ডিজেল অপশনে পাওয়া যায়। মার্কিন বাজারের জন্য ন্যাভিগেশনের পাশাপাশি ADAS ফাংশন রয়েছে গাড়িতে। মূলত, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের দিকে তাকিয়ে গাড়িকে আরও পেশিবহুল করেছে হুন্ডাই। তবে ভারতে এলেও এই গাড়ি ক্রেতাদের মন জয় করতে পারে সহজেই। ভারতে এলে অন্যান্য বিলাসবহুল SUVগুলিকে কড়া টক্কর দেবে এই গাড়ি। 


আরও পড়ুন : Honda City Hybrid: ইভির দিনে সিটি হাইব্রিড আনছে হোন্ডা, কীভাবে এই গাড়ি কাজ করে জানেন ?