জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: কোনও রকমে বিপদ থেকে প্রাণে বাঁচল তিন জনের প্রাণ। তাও আবার নদীতে। একে উত্তাল নদী তার ওপর প্রবল জলোচ্ছ্বাস। নৌকার পাটাতন ভেঙে জল ঢুকে তীড়ে আসার আগেই তরী ডুবল নদীতে। মুড়িগঙ্গা নদীতে সাগর পুলিশের (Police) তৎপরতায় উদ্ধার মাঝি সহ তিন জন।
কী ঘটেছে?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ইমারতি দ্রব্য নিয়ে তমলুক (Tamluk) থেকে রামগঙ্গা যাচ্ছিল ওই নৌকাটি। হঠাৎই ঘোড়ামারা দ্বীপের কাছে নদীর উত্তাল থাকার কারণে, প্রবল জলের তোরে নৌকার পাটাতনে ফুটো হয়ে যায়। হু হু করে জল ঢুকতে থাকে নৌকায়। পরিস্থিতি বেগতিক দেখে ট্রলারের থাকা মাঝি সহ-৩ জন চিৎকার শুরু করে দেয়। চিৎকার শুনে উদ্ধার কাজে এগিয়ে আসে স্থানীয় একটি নৌকা। মাঝি সহ তিন জনকে উদ্ধার করা গেলেও নৌকাটি ডুবে যায়।
এই নদীতেই যতকাণ্ড
আরও পড়ুন, দিল্লিকাণ্ডের মাস্টারমাইন্ড মহম্মদ আনসারের বাড়ি হলদিয়ায়
তবে এটি প্রথম নয় কয়েকদিন আগে, একই ভাবে ফ্রেজারগঞ্জের কাছে বঙ্গপোসাগর ডুবে যায় পণ্য বোঝাই নৌকা। তার রেশ কাটতে না কাটতে আবারও দুর্ঘটনা।
এর আগেও এমন ঘটনা ঘটেছিল। সেই সময় ছিল জলের তোড়, সঙ্গে ঝোড়ো হাওয়া। কাকদ্বীপের (Kakdwip) মুড়িগঙ্গা নদীতে (Muriganga River) ডুবে যায় পণ্যবাহী নৌকা।