নয়াদিল্লি: ভারতেই প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ি বানাতে চলেছে হুন্ডাই মোটরস। সম্প্রতি ইলেকট্রিক গাড়ি নিয়ে তাদের বড় পরিকল্পনার কথা  ঘোষণা করেছে কোম্পানি। যেখানে হুন্ডাই জানিয়েছে, আাগমী দিনে Hyundai E-GMP electric গাড়ি প্রস্তুত হবে দেশে।


মূলত, পেট্রল ,ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় ক্রমশই বাড়ছে ইলেকট্রিক বা ব্যাটারিচালিত গাড়ির চাহিদা। এবার সেই চাহিদার কথা মাথায় রেখেই ইলেকট্রিক গাড়ি তৈরিতে ৪০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে কোম্পানি। ২০২৮ সালের মধ্যেই ৬টি BEVs (Battery Electric Vehicles) বাজারে আনতে চলেছে হুন্ডাই। অন্তত সেই ঘোষণাই করেছে কোম্পানি।


সব থেকে বড় বিষয়, এর মধ্যে ভারতে BEV Platform E-GMP (Electric Global Modular Platform) তৈরি করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানি। যার ফলে ভারতে থেকেই তৈরি হবে কোম্পানির প্রিমিয়াম ইলেকট্রিক ও ব্যাটারিচালিত গাড়িগুলি। হুন্ডাইয়ের কথা অনুসারে ৬টি ইলেকট্রিক গাড়ির সাধারণ গ্রাহকদের কথা ভেবে তৈরি করা হবে কিছু গাড়ি। স্থানীয় বা 
দেশীয় যন্ত্রাংশ দিয়েই তৈরি হবে এই E-GMP-র গাড়িগুলি।


আমাদের অন্য কিছু বোঝার আগে বৈদ্যুতিক গাড়ির বিষয়টা বুঝতে হবে। এর জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম থাকে। বৈদ্যুতিক গাড়ির একটি ভিন্ন প্ল্যাটফর্ম প্রয়োজন, কারণ এর রয়েছে বিভিন্ন উপাদান। পেট্রোল-ডিজেল প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে কোনও বৈদ্যুতিক গাড়ি তৈরি করতে গেলে অনেক জায়গায় আপস করতে হয় কোম্পানিগুলিকে। সেই কারণে ই-জিএমপি প্ল্যাটফর্মে ইলেকট্রিক গাড়িগুলি তৈরি করছে হুন্ডাই। সহজ কথায় বলতে গেলে, ই-জিএমপি ইভির জন্য একটি ডেডিকেটেড প্ল্যাটফর্ম।


এতে ব্যাটারি, মোটর ও পাওয়ার ইলেকট্রিক সিস্টেমের সাথে এর পরিমাপের হুইলবেস থাকে। একটি বৈদ্যুতিক গাড়ির প্ল্যাটফর্ম মানে একটি বড় ব্যাটারি প্যাক ফিট করার সুবিধা থাকতে হবে সেখানে। এই প্ল্যাটফর্মটিতে এক বার চার্জ করলে 550 কিলোমিটার রেঞ্জ থাকতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয হল এতে দ্রুত চার্জিংয়ের ব্যবস্থা থাকাটা আবশ্যিক। E-GMP-এর মতো একটি ডেডিকেটেড প্ল্যাটফর্মে 800V চার্জিং ক্ষমতা ছাড়াও দ্রুত চার্জিংয়ের সুবিধা থাকবে। ভবিষ্যতে চার্জিং পরিকাঠামোর ক্ষেত্রে এই বিষয়টি দেখা যেতে পারে।


আরও পড়ুন: Kia Carens Update: কেমন হবে কিয়ার নতুন গাড়ি, প্রকাশ্যে এল স্কেচ


আরও পড়ুন : Maruti Suzuki Jimny: জিমনিকে গ্রিন সিগনাল, শীঘ্রই ভারতে লঞ্চ হবে মারুতির অফরোডার এসইউভি !