SIM Card Rules: নতুন মোবাইলে কথা বলার জন্য সিম কার্ড তো অনেকেই কেনেন, কিন্তু মোবাইলে সিম কার্ড লাগিয়ে সেই সিমের খালি প্যাকেট হেলায় বাইরে ফেলে দেন অনেকেই। সিম কার্ড নিয়ে অনেক সুরক্ষা নিরাপত্তার কথা বলা হলেও সিম কার্ডের (SIM Card Rules) এই খালি প্যাকেট নিয়ে কোনো কথা বলা হয় না সেভাবে। সিম কার্ডের (SIM Card) প্যাকেটেও আপনার কিছু প্রাথমিক তথ্য লেখা থাকে। আপনার অ্যাকাউন্ট, মোবাইল সার্ভিস এবং অন্যান্য তথ্য লেখা থাকে এই সিম কার্ডের প্যাকেটে।
এই গ্রাহক তথ্যের মধ্যে আপনার ফোন নম্বর এবং অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য লেখা থাকে। আর এটাও জানা যায় যে আপনার সিম কার্ড কোন নেটওয়ার্কে সংযুক্ত করা আছে। এর মাধ্যমে আপনার লোকেশনও জানা যাবে সহজেই।
সিম কার্ডে কী কি তথ্য স্টোর করা থাকে ?
সিম কার্ডে আপনি যদিও অনেক কম সংখ্যক কন্ট্যাক্টস স্টোর করতে পারবেন, কিন্তু এই সিম কার্ডের সাহায্যে আপনার মোবাইল কোথায় আছে, আপনার লোকেশন সমস্তই জানা যাবে। কিন্তু এছাড়াও আর কোন কোন তথ্য জানা যাবে সিম কার্ডের প্যাকেট থেকে ? আপনার ছবি, ব্যক্তিগত তথ্য, অ্যাপ, ফাইল, অন্যান্য মিডিয়া সিম কার্ডে স্টোর করা থাকে না। এগুলি আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে রাখা থাকে সাধারণত। কিংবা মেমোরি কার্ডেও স্টোর করা থাকতে পারে।
মোবাইল ফোন হারিয়ে গেলে কী করবেন
মোবাইল ফোন হারিয়ে গেলে আপনি সহজেই সিম কার্ড বদলে নিতে পারবেন, কিন্তু এতে আপনার ছবি বা ব্যক্তিগত তথ্য হারিয়ে যাবে না। কিন্তু মোবাইলে সিম কার্ড লাগানো থাকলে সেখানে স্টোর করা কন্ট্যাক্টস আর পাওয়া যাবে না।
সাইবার প্রতারকরা মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য বিভিন্ন উপায় উদ্ভাবন করে চলেছে। এখন প্রতারকরা মানুষকে প্রতারণা করার নতুন উপায় আবিষ্কার করেছে। এভাবে তারা সিম কার্ডের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করছে। প্রতারকরা তাদের সিম কার্ড হ্যাক করে তাদের ফোন নিয়ন্ত্রণ করে এবং তারপরে ফোনে উপস্থিত সমস্ত তথ্য তাদের কাছে পৌঁছে যায়। সিম কার্ডের প্যাকেট থেকে খুব বেশি তথ্য পাওয়া সম্ভব না হলেও আপনার ফোনের লোকেশন জানা যেতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Credit Card Fraud: আপনার ক্রেডিট কার্ডে অন্য কেউ লোন নিতে পারে ? এই ৫ তথ্য সুরক্ষিত না রাখলে বিপদ
আরও পড়ুন: Credit Card Fraud: আপনার ক্রেডিট কার্ডে অন্য কেউ লোন নিতে পারে ? এই ৫ তথ্য সুরক্ষিত না রাখলে বিপদ