ICICI Bank Charges: ভারতের বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে আইসিআইসিআই ব্যাঙ্ক প্রথম সারির ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম। এবার গ্রাহকদের জন্য বড় সুখবর এনেছে এই ব্যাঙ্ক। ICICI ব্যাঙ্কের তরফে তাদের বেশ কিছু পরিষেবার চার্জ (ICICI Bank Service Charge) বদলে দেওয়া হয়েছে। এর ফলে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের গ্রাহকদের জন্য বেশ খানিকটা স্বস্তি মিলবে। এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের বড় সুবিধা। বাড়তি খরচে রাশ পড়বে এবার। কোন কোন পরিষেবার চার্জে বদল এল দেখে নেওয়া যাক।


ক্রেডিট কার্ড বদলাতে মোটা খরচ গুনতে হবে


ICICI ব্যাঙ্ক জানিয়েছে যে, বেশ কিছু ক্রেডিট কার্ডের পরিষেবার সার্ভিস চার্জে (ICICI Bank Service Charge) বদল এনেছে সংস্থা। আগামী ১ জুলাই থেকেই এই পরিবর্তিত সার্ভিস চার্জ কার্যকর হবে বলে জানা গিয়েছে। এর ফলে বেশ কিছু ক্ষেত্রে গ্রাহকদের সুবিধা হবে। কারণ বেশ কিছু পরিষেবার জন্য আর কোনও চার্জ নেবে না ICICI ব্যাঙ্ক। অন্যদিকে কিছু কিছু পরিষেবার সার্ভিস চার্জ আবার বেড়ে গিয়েছে। এর আগে এই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য ক্রেডিট কার্ড বদলানোর জন্য যেখানে ১০০ টাকা দিতে হত, সেখানে তা এখন বেড়ে হয়েছে ২০০ টাকা।


যেসব ক্ষেত্রে পরিষেবায় চার্জ নেবে না ICICI ব্যাঙ্ক


আগামী ১ জুলাই থেকে নিম্নলিখিত পরিষেবাগুলিতে কোনও চার্জ নেবে না আইসিআইসিআই ব্যাঙ্ক।


চেক বা নগদ টাকা তোলার জন্য ১০০ টাকার সার্ভিস চার্জ নেবে না ব্যাঙ্ক।


চার্জ স্লিপ চাওয়ার জন্য ১০০ টাকা চার্জ বন্ধ হল।


ড্রাফট সার্ভিস ডায়ালের জন্য ন্যূনতম ৩০০ টাকা চার্জ করা আর হবে না।


আউটস্টেশন চেক প্রসেসিং ফি হিসেবে ন্যূনতম ১০০ টাকা বা চেক মুল্যের ১ শতাংশ চার্জ করা হবে না।


৩ মাসের পুরনো ডুপ্লিকেট ক্রেডিট কার্ড স্টেটমেন্টের জন্য ১০০ টাকা চার্জ করা হবে না।


আগামী মাস থেকেই চালু হবে এই নিয়ম


ICICI ব্যাঙ্কের তরফে দেওয়া (ICICI Bank Service Charge) বিবৃতি অনুসারে, এই ৫ ধরনের ক্রেডিট কার্ড পরিষেবার জন্য আগামী মাসের ১ তারিখ অর্থাৎ ১ জুলাই থেকেই আর কোনও সার্ভিস চার্জ ধার্য করবে না ICICI ব্যাঙ্ক। আগে এই ক্ষেত্রে চার্জ কাটা হলেও ১ জুলাই থেকে স্বস্তি পাবেন গ্রাহকরা।


লেট পেমেন্টেও স্বস্তি গ্রাহকদের


এতদিন পর্যন্ত ক্রেডিট কার্ডে দেরিতে পেমেন্ট করলে জরিমানা দিতে হত। এবার থেকে বকেয়া টাকার উপর অতিরিক্ত জরিমানা চাপানো হবে না। এক্ষেত্রে অন্যভাবে করা হবে ক্রেডিট কার্ডের বিলিং প্রসেস।


আরও পড়ুন:  Gold Price Today: বড় সুযোগ ! ফের দাম কমল সোনার, আজ কিনলে কত সস্তায় পাবেন ?