নয়াদিল্লি: আপনি LIC-র পলিসি হোল্ডার হলে করতে হবে এই কাজ। সব পলিসি হোল্ডারদের জন্য এই ঘোষণা জারি করেছে Life Insuranre Corporation Of India। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দিয়েছে জীবন বিমা নিগম।


সবার পথেই হাঁটছে LIC
তবে LIC প্রথম নয়। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড জুড়তে বলেছে সরকার। অতীতেও বার বার এই সময় সীমা বাড়ানো হয়েছে। এবার নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ করার নির্দেশ দিয়েছে মার্কেট রেগুলেটর অথরিটি (SEBI)। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে বিনিয়োগকারীদের সমস্যার মুখ পড়তে হবে। এমনটা আগাম জানিয়ে রেখেছে Security Exchange Board Of India। এবার সেই একই রাস্তায় হেঁটেছে LIC। সব পলিসি হোল্ডারদের প্যানের সঙ্গে LIC Policy জুড়তে বলেছে সংস্থা।   



 
কীভাবে বাড়িতে বসেই প্যান কার্ডের সঙ্গে জুড়বেন LIC Policy ?


প্রথমে প্যান কার্ডের বিবরণ ও LIC-র পলিসিগুলো সাইটে জমা দিন।
এবার আপনার মোবাইল নম্বর ওখানে সাবমিট করুন। আপনার মোবাইল নম্বরে একটা 'ওয়ান টাইম পাসওয়ার্ড'(ওটিপি)আসবে। ওখানেই তা টাইপ করে জমা দিন।
একবার ফর্ম পূরণ সম্পূর্ণ হলে আপনার কাছে একটা মেসেজ আসবে। যেখানে লেখা থাকবে, আপনার রেজিস্ট্রেশনের অনুরোধ সম্পূর্ণ হয়েছে। 
এই বার্তা আসা মানেই আপনার প্যান কার্ডের সঙ্গে LIC-র পলিসি লিঙ্ক হয়ে গেছে।


এদিকে জীবন বিমা নিগমের মতো গ্রাহকদের প্যানের সঙ্গে আধার লিঙ্ক করার কথা বলেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI। আগামী ৩০ সেপ্টম্বেরর মধ্যে এই কাজ না করলে গ্রাহকদের লেনদেনে সমস্যা হতে পারে বলে আগেই জানিয়ে দিয়েছে স্টেট ব্যাঙ্ক। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে এই বার্তা দিয়েছে SBI।  


আরও পড়ুন : LIC Jeevan Anand Policy: দিনে ৭৬ টাকা দিয়ে পান ১০.৩৩ লক্ষ টাকা, এখনই শুরু করুন এই পলিসি


আরও পড়ুন : SBI-LIC Update : সুখবর ! SBI, LIC -র বন্ধ পলিসি চালু করা যাবে লেট ফি ছাড়াই