মুম্বই: মুক্তির অপেক্ষায় কঙ্গনা রানাউত অভিনীত নতুন ছবি 'থালাইভি'। আগামীকালই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়ললিতার বায়োপিক। জয়ললিতার ভূমিকায় কঙ্গনার লুক প্রকাশ্যে আসার পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল এই ছবি।
মুক্তির আগে একটি সাংবাদিক সম্মেলনে এই ছবি সম্পর্কে মুখ খোলেন অভিনেত্রী কঙ্গনা। জয়ললিতার ১৬ থেকে ৪২ বছর পর্যন্ত জীবন তুলে ধরা হয়েছে এই ছবিতে। সব বয়সেই কঙ্গনাকে দেখা গিয়েছে ভিন্ন ভিন্ন লুকে। কঙ্গনা জানিয়েছেন, প্রথমে এই ছবিতে অভিনয় ও তাঁর লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের সম্মুখীনও হতে হয়েছিল তাঁকে। প্রায় গোটা বছরের অর্ধেকটা ধরেই চলেছে এই ছবির শ্যুটিং। কাজ চলাকালীন চরিত্রের প্রয়োজনে ২০ কেজি ওজন বাড়িয়েছিলেন কঙ্গনা। আবার তা ঝরিয়েও ফেলেছিলেন।
ছবি নিয়ে কঙ্গনা বলছেন, 'এই ছবির জন্য আমায় একটা কঠিন কাজ করতে হয়েছে। ভরতনাট্যম নৃত্যশৈলী শিখতে হয়েছে। সেইসময় আমার ওজন বেশি ছিল। কিন্তু আমি চেয়েছিলাম একজন অভিনেত্রী হিসেবে সবটাই নিজে থেকে করতে। বেশি ওজন নিয়ে নাচ করার ফলে আমার পিঠে ও হাঁটুতে নিয়মিত ব্যথা হত।'
সাংবাদিক সম্মেলনে কঙ্গনাকে প্রশ্ন করা হয়,তিনি জয়ললিতার মতই অভিনয় থেকে রাজনীতির আঙিনায় পা রাখতে চান কি না? উত্তরে কঙ্গনা বলেন, 'আমি দেশের জন্য কথা বলি আর তাতে মানুষের মনে হয় আমি রাজনীতি নিয়ে কথা বলছি। অনেকের কাছে দেশ ও রাজনীতি একই বিষয় হলেও, আমার কাছে সেটা নয়। আমি একজন দায়িত্ববান নাগরিক হিসাবে নিজের মতামত প্রকাশ করি। এখনও পর্যন্ত আমি যে জায়গাটা অর্জন করেছি সেটা মানুষের জন্যই। আমি দেশের মানুষের ভালোর জন্যই কথা বলে এসেছি চিরকাল। তাই রাজনীতিতে যোগদান করা কখনোই আমার সিদ্ধান্ত হতে পারে না। আমি এখনও আমার অভিনেত্রীসত্ত্বাকে নিয়েই খুশি। তবে ভবিষ্যতে মানুষ যদি চান, অবশ্যই জয়ললিতা মায়ের মত আমিও রাজনীতিতে আসব। আর অবশ্যই ভালোবেসে সেই ভূমিকা পালন করব।'