নয়াদিল্লি: লেট প্রিমিয়াম ফি দেওয়ার চিন্তা থাকছে না। চাইলেই ফের শুরু করতে পারেন SBI Life-এর বিমা প্রকল্প। সম্প্রতি নিজেদের ওয়েবসাইটে সেই খবরই দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।


সুবর্ণ সুযোগ দিচ্ছে SBI Life: 
কোম্পানির তরফে জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পুরোনো বন্ধ পলিসি চালু করলে এই সুযোগ পাবেন গ্রাহকরা। পুরোনো ২-৩ বছরের বন্ধ পলিসি ফের এই স্কিমের মধ্যে শুরু করা যাবে। সেই ক্ষেত্রে ১০০ শতাংশ লেট প্রিমিয়াম ফি মুকুবের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই বিষয়ে আগ্রহ থাকলে কিছু নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে পলিসি হোল্ডারদের।


প্রথমে https://mypolicy.sbilife.co.in/Campaign/RevivalQuotation.aspx-এ গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
এখানে পলিসি নম্বর , রেজিস্টার্ড মোবাইল নম্বর ও রেজিস্টার্ড ইমেইল আইডি দিতে হবে পলিসি হোল্ডারকে।
একবার সব তথ্য জমা হয়ে গেলে পেমেন্ট অপশনে যেতে হবে গ্রাহককে।
শেষে পেমেন্ট ফি পূরণ করে ফের শুরু করতে পারবেন বন্ধ হয়ে যাওয়া পলিসি।


বন্ধ পলিসি চালুর সুযোগ দিচ্ছে (LIC) 
SBI Life-এর মতো বন্ধ পলিসি ফের শুরু করার সুযোগ দিচ্ছে Life Insurance Corporation of India (LIC)। পাঁচ বছর পর্যন্ত বন্ধ পলিসি ফের শুরুর সুবিধা দিচ্ছে এলআইসি। তবে এই ক্ষেত্রে আগামী ৯ অক্টোবরের মধ্যেই পুরোনো বন্ধ পলিসি শুরু করাতে পারবেন গ্রাহক।তবে পাঁচ বছরের বেশি প্রিমিয়াম বন্ধ থাকলে আর এই সুযোগ পাবেন না পলিসি হোল্ডাররা। এখানেও পুরোনো লেট প্রিমিয়াম ফি জমা দিতে হবে না পলিসি হোল্ডারদের।


জীবন বিমা নিগমের বর্তমান কর্মকাণ্ড বলছে, সম্প্রতি গৃহ ঋণে সুদের হার কমিয়েছে LIC হাউজিং ফিনান্স লিমিটেড। ৬.৯০ শতাংশ থেকে কমিয়ে ৬.৬৬ শতাংশ করা হয়েছে এই হার। তবে সীমিত সময়ের জন্য পাওয়া যাবে এই সুবিধা। বেতনভোগীদের ক্ষেত্রে ৫০ লক্ষ টাকা পর্যন্ত গৃহ ঋণে এই সুদের হার প্রযোজ্য। সম্ভবত, এটাই কোনও সংস্থার তরফে দেওয়া সবথেকে কম গৃহঋণের সুদ।এ প্রসঙ্গে এক বিবৃতিতে LIC হাউজিং ফিনান্স লিমিটেডের তরফে জানানো হয়েছে, নতুন ঋণগ্রহীতা যাঁদের ঋণ ২০২১ সালের ৩১ অগাস্ট পর্যন্ত অনুমোদন আছে, তাঁরা এই বিশেষ সুযোগ পাবেন। তবে, প্রথম ডিসবার্সমেন্ট হবে ৩০ সেপ্টেম্বর বা তার আগে। 


আরও পড়ুন: LIC Kanyadan Policy: দিনে ১২১টাকা জমালে বিয়ের সময় ২৭ লাখ, কন্যাদান পলিসি আনল LIC


আরও পড়ুন : LIC cuts home loan interest : গৃহ ঋণে সুদের হার কমাল LIC হাউজিং ফিনান্স