ITR: 2022-23 অর্থবর্ষের আয়কর জমা দিলেও মুক্তি পাবেন না। ভুল পথে ITR জমা করলে ভুগতে হবে আপনাকেই। সেই ক্ষেত্রে আয়কর বিভাগ থেকে পেতে পারেন একাধিক নোটিস। তবে আপনি যদি সব তথ্য সঠিকভাবে পূরণ করেন , তবে চিন্তা করার দরকার নেই। সেই পরিস্থিতিতে নোটিশ পাঠাতে পারে না আয়কর বিভাগ। জানুন ITR ফাইলের আগে কোন বিষয়গুলি মাথায় রাখবেন।


Tax Filing: এই ৬ ধারায় নোটিস পাঠাতে পারে আয়কর বিভাগ 
আপনি যদি আয়কর জমার ক্ষেত্রে কোনও ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আয়কর বিভাগের পরামর্শ নিতে পারেন। এখানে 6 ধরনের আয়কর বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য রয়েছে যা আপনার জানা উচিত।


Income Tax Return: ধারা 143(2) এর আওতায় বিজ্ঞপ্তি
একজন করদাতা যিনি ধারা 139 বা 142(1) এর অধীনে রিটার্ন দাখিল করেছেন, তাকে আয়কর আইনের 143(2) ধারার অধীনে নোটিশ দেওয়া যেতে পারে। যদি মূল্যায়ন কর্মকর্তা (AO) মনে করেন যে করদাতারা কিছু ভুল তথ্য শেয়ার করেছেন বা আয় সংক্রান্ত কোনও তথ্য মিস করেছেন, তাহলে তিনি নোটিস পাঠাতে পারেন। বিশেষজ্ঞের মতে, এও কর্মকর্তা করদাতাকে এমনভাবে নোটিসের মাধ্যমে কোনও প্রমাণ দেখাতে বলতে পারেন।


ITR:ধারা 156 এর আওতায় তথ্য
আয়কর আইনের 156 ধারার অধীনেও একটি নোটিস জারি করা যেতে পারে। এই ক্ষেত্রে মূল্যায়ন কর্মকর্তাকে কোনও কর, সুদ, জরিমানা বা ব্যক্তির পক্ষে দাবি করা টাকার ভিত্তিতে এই নোটিস ধরাতে পারে।


Income Tax: ধারা 245 এর আওতায় অর্থ ফেরতের সেট-অফ সম্পর্কে বিজ্ঞপ্তি
আইটি বিভাগ এমন করদাতাদের নোটিশ পাঠাতে পারে যাদের আগের আর্থিক বছরে কর বকেয়া আছে। এমন পরিস্থিতিতে এই করদাতাদের ধারা 245 এর অধীনে নোটিস পাঠানো যেতে পারে। এই ধরনের করদাতাদের রিফান্ডও দেরি করে দেওয়া হয়।


Tax Filing: 139(9) এর অধীনে ত্রুটিপূর্ণ রিটার্নের জন্য বিজ্ঞপ্তি
রিটার্ন অসম্পূর্ণ বা অসামঞ্জস্যপূর্ণ তথ্যের কারণে বা অন্য কোনও কারণে রিটার্নটি ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হতে পারে। আয়কর বিভাগ আয়কর আইনের ধারা 139(9) এর অধীনে করদাতাদের এ সম্পর্কে অবহিত করতে নোটিস দিতে পারে। করদাতাকে এই ধরনের তথ্যের তারিখ থেকে 15 দিনের মধ্যে রিটার্ন দাখিল করতে হয়।


ধারা 142(1) এর আওতায় বিজ্ঞপ্তি
এই ধারার অধীনে একটি নোটিস জারি করা যেতে পারে ।যখন কোনও ব্যক্তি আয়কর রিটার্ন দাখিল করলেও তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক মনে না হয়, তাহলে অতিরিক্ত তথ্য জমা দিতে হবে ওই ব্যক্তিকে।


148 ধারার অধীনে বিজ্ঞপ্তি
আয়কর বিভাগ সন্দেহভাজন কম আয়ের কারণে পূর্ববর্তী মূল্যায়ন রিটার্ন পুনরায় ফাইল করার জন্য জিজ্ঞাসা করলে এই বিজ্ঞপ্তি জারি করা যেতে পারে।


আরও পড়ুন: SBI Recruitment: স্টেট ব্যাঙ্কে বিভিন্ন পদে হচ্ছে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন