State Bank Of India: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI) অনেক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ক্রেডিট ফিনান্সিয়াল অ্যানালিসিস ও ফ্যাকাল্টি (Executive Education) এর জন্য যোগ্য প্রার্থীদের আবেদনের আমন্ত্রণ জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। 


 চাকরিপ্রার্থীরা এই  বিজ্ঞাপন নম্বরটি দেখে নিন: CRPD/SCO/2023-24/16 ACRPD/SCO/2023-24/15)। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিশদ বিবরণ সংক্ষেপে শুধুমাত্র চাকরিপ্রার্থীর স্বার্থে নীচে দেওয়া হল।


SBI Specialist Cadre Recruitment 2023


১ ক্রেডিট ফিনান্সিয়াল অ্যানালিসিসের ১টি পদে হবে নিয়োগ। এই ক্ষেত্রে বয়সসীমা রাখা হয়েছে 27 থেকে সর্বোচ্চ 37 বছর।
২ ফ্যাকাল্টি (Executive Education) এর ১ টি পদে হবে নিয়োগ। এই ক্ষেত্রেও বয়সের যোগ্যতা রাখা হয়েছে  28 থেকে 55 বছর।


State Bank Of India: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এই পদগুলিতে আবেদনের যোগ্য়তা 
পদের নাম                                               শিক্ষাগত যোগ্যতা
ক্রেডিট ফিনান্সিয়াল অ্যানালিসিস          CA/MBA/PGDM
ফ্যাকাল্টি (Executive Education)  PG+MBA+Ph.D


SBI Specialist Cadre Recruitment 2023
প্রার্থীদের বাছাই করা হবে শর্টলিস্টিং ও ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে - https:// www.sbi.co.in। প্রার্থীদের নির্বাচনের নিয়ম এবং যোগ্যতার নিয়ম সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন।


SBI Recruitment: ব্যাঙ্কে আবেদনের ফি
প্রার্থীদের অবশ্যই আবেদন ফি হিসেবে 750 টাকা দিতে হবে। (SC/ST/PWD প্রার্থীদের জন্য 125 টাকা আবেদন ফি রাখা হয়েছে। আরও বিস্তারিত জানার জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখুন।


SBI বিশেষজ্ঞ ক্যাডার নিয়োগ 2023 আবেদন প্রক্রিয়া:
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। https://www.sbi.co.in  


নির্ধারিত ফি ও অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার পরে একটি অনন্য রেজিস্ট্রেশন নম্বর সহ সিস্টেম জেনারেটেড স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখতে পারবেন। ভবিষ্যতে চিঠিপত্রের জন্য প্রার্থীদের অবশ্যই এটি প্রিন্ট-আউট নিতে হবে। এই পর্যায়ে কোথাও কোনও প্রিন্ট-আউট/হার্ড কপি বা ডকুমেন্ট পাঠাবেন না। সব যাচাইকরণ যথাসময়ে সম্পন্ন করা হবে।কীভাবে অনলাইনে আবেদন করতে হবে তার বিস্তারিত নির্দেশাবলীর জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন। 


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদনের শুরুর তারিখ: 08-08-2023


অনলাইন আবেদনের শেষ তারিখ: 29.08.20123


DRDO Recruitment 2023: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে নিয়োগ, কত শূন্যপদ রয়েছে? কোন পদে হবে নিয়োগ?


Education Loan Information:

Calculate Education Loan EMI