Tax Return: আয়কর রিটার্ন ফাইল করা এবার আরও সহজ। করদাতাদের সুবিধার্থে AIS মোবাইল অ্যাপ চালু করেছে আয়কর বিভাগ। এই অ্যাপে করদাতারা অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট (AIS) ও করদাতার তথ্য সারাংশ (Taxpayer Information Summary) দেখতে পারবেন। করদাতাদের জন্য AIS হল একটি মোবাইল অ্যাপ্লিকেশন যা করদাতাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়।


Income Tax: কীভাবে পাবেন এই অ্যাপ ?
ব্যবহারকারীরা গুগল প্লে বা অ্যাপ স্টোরে গিয়ে করদাতাদের জন্য AIS অ্যাপটি ডাউনলোড করতে পারেন। কোনও একটি আর্থিক বছরে করদাতাদের সম্পাদিত সব আর্থিক লেনদেনের বিশদ বিবরণ, যা কর বিভাগ বিভিন্ন উত্স থেকে সংগ্রহ করেছে সেই AIS (অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট ) ও TIS (ট্যাক্সপেয়ার ইনফরমেশন সামারি)। করদাতারা ট্যাক্সপেয়ার ইনফরমেশন সামারিতে গিয়ে দেখতে পারবেন।


এই মোবাইল অ্যাপের মাধ্যমে, করদাতারা তাদের TDS এবং TCS সম্পর্কিত বিশদ বিবরণ দেখতে পারেন। এছাড়াও, সুদ, লভ্যাংশ, শেয়ার লেনদেন, কর প্রদান, আয়কর ফেরত এবং GST ডেটা ছাড়াও অন্যান্য তথ্য বার্ষিক তথ্য বিবরণী (AIS) ও TIS-এ পাওয়া যাবে। করদাতাদের অ্যাপে প্রদর্শিত তথ্য সম্পর্কে প্রতিক্রিয়া দেওয়ারও বিকল্প রয়েছে।


এই অ্যাপ অ্যাক্সেস করতে, করদাতাদের অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য করদাতাদের প্যান নম্বর দিতে হবে। ই-ফাইলিং পোর্টালে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ইমেল আইডিতে আসা OTP-র মাধ্যমে করদাতাদের তাদের পরিচয় যাচাই করাতে হবে। এরপরই করদাতারা এই মোবাইল অ্যাপটি অ্যাক্সেস করতে একটি 4 সংখ্যার পিন নম্বর সেট করতে পারবেন। 


আয়কর রিটার্ন দাখিল করার সময় করদাতাদের জন্য কিছু বিষয় খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় তাদের অসুবিধা বাড়তে পারে। গত বছর 2022 থেকে, আয়কর বিভাগ একজন করদাতার সমস্ত আর্থিক লেনদেনের বিশদ বিবরণ সহ AIS (AIS) এবং TIS (ট্যাক্সপেয়ার ইনফরমেশন সামারি) নিয়ে এসেছে। আর্থিক বছরে করদাতারা যে সব মাধ্যমে আয় করেছেন তার সম্পূর্ণ অ্যাকাউন্ট ও বিবরণ AIS-এ থাকে। এর মধ্যে রয়েছে বেতন, সঞ্চয় অ্যাকাউন্ট থেকে সুদ হিসাবে অর্জিত আয়, রেকারিং, স্থায়ী আমানত থেকে আয়, স্টক মার্কেট ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ও বিক্রয় থেকে প্রাপ্ত পরিমাণ, সেইসঙ্গে লভ্যাংশ থেকে প্রাপ্ত পরিমাণের বিবরণ। বিদেশ থেকে প্রাপ্ত অর্থের বিবরণও এআইএস-এ দেওয়া আছে।


Special Fixed Deposit: ৩১ মার্চ বিনিয়োগের শেষ সুযোগ ? এই বিশেষ FD-গুলিতে পাবেন আরও সুদ