Share Market: ভারতে যে কোনও ধরনের উপার্জনই করের আওতায় পড়ে। তবে আয়কর আইনে করের আরোপের উপর কিছু কিছু ক্ষেত্রে ছাড় থাকলেও, তা বাদে সমস্ত আয়ের উপরই কর ধার্য হয়। তবে চাকুরিজীবি হলে, তার বেতনের উপর যেভাবে কর ধার্য হয়, শেয়ার বাজারে সেভাবে কর ধার্য হয় না। বরং শেয়ার বাজারে বিনিয়োগের উপর মুনাফা হলে সেই কর আরোপ এবং সেই মুনাফার আয়কর রিটার্নের পদ্ধতি সম্পূর্ণ আলাদা। শেয়ারে বিনিয়োগ হলে মুনাফা হলে কীভাবে আয়কর (Income Tax) দাখিল করবেন ?
শেয়ার বাজারে মুনাফা হলে তাকে বলা হয় 'ক্যাপিটাল গেইন'। এখন এই ক্যাপিটাল গেইন মূলত দুই রকম- শর্ট টার্ম এবং লং টার্ম। আর এই দুই ধরনের ক্যাপিটাল গেইনের উপরে দুইরকম কর ধার্য হয়-
- শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স (STCG)
- লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স (LTCG)
শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কীভাবে গণনা হয় ?
এক বছরের মধ্যেই কোনও শেয়ার কিনে বেচে দিলে তার উপরে এই কর (Income Tax) ধার্য হয়। ক্যাপিটাল গেইন তখনই হবে, যখন যে দামে আপনি শেয়ার কিনেছিলেন, তার থেকে বেশি দামে বিক্রি করবেন। আবার এক্ষেত্রে ক্ষতি হলেও একইভাবে তা করের আওতায় পড়ে। যে দামে শেয়ার কিনেছিলেন, তার সঙ্গে ব্রোকারেজ ও সমস্ত অন্যান্য খরচ ধরে শেয়ার বিক্রির দামের থেকে বাদ দিলে যা পাওয়া যায়, তা হল আসল ক্যাপিটাল গেইন। শর্ট টার্মে (Short Term Capital Gain Tax) ১৫ শতাংশ করে কর ধার্য হয়।
লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স
অন্যদিকে লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে এক বছরের বেশি সময় শেয়ার ধরে রাখলে এই কর ধার্য হয়। তবে বিনিয়োগকারীর ক্যাপিটাল গেইন যদি ১ লক্ষ টাকার বেশি হয়, সেক্ষেত্রে ১০ শতাংশ হারে কর (Long Term Capital Gain Tax) দিতে হয়। তবে এক্ষেত্রে বিনিয়োগকারী কোনও রকম ইন্ডেক্সেশন বেনিফিট পাবেন না।
শর্ট টার্ম ক্যাপিটাল লস গণনা হয় কীভাবে ?
শেয়ার কেনাবেচায় মুনাফার বদলে ক্ষতি হলে সেই ক্ষতিও আয়কর রিটার্নের সময় দাখিল করতে হয়। যদি কোনও নির্দিষ্ট অর্থবর্ষে শর্ট টার্মে (Short Term Capital Loss) যে ক্ষতি হয়েছে তা সেট অফ না করা যায়, সেক্ষেত্রে আগামী আট বছর যাবৎ সেই ক্ষতি আয়করে ক্যারি ফরোয়ার্ড করা যায়। এক্ষেত্রে মনে রাখতে হবে, এক বছরে যদি শেয়ার থেকে আয় আপনার মোট করযোগ্য আয়ের সঙ্গে সমতুল না হয়, সেক্ষেত্রে ক্যাপিটাল লস ক্যারি ফরোয়ার্ড করার জন্য করপ্রদানকারীকে অবশ্যই আয়কর রিটার্ন ফাইল করতে হবে।
অন্যান্য কর
শর্ট টার্ম এবং লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স ছাড়াও শেয়ার কেনাবেচার সময় আরও একরকম কর দিতে হয়- সিকিউরিটিজ ট্রানসাকশান ট্যাক্স বা STT।
আরও পড়ুন: Gold Price Today: ভালবাসার দিনে হু হু করে কমল দাম, রাজ্যে আজ কত হল সোনা-রুপোর দাম ?