Credit Card Usage: আয়কর জমা নিয়েই এখন চারদিকে চর্চা চলছে। ২০২৩-২৪ অর্থবর্ষের আয়কর জমা দিতে হবে ৩১ জুলাইয়ের মধ্যেই। এখন করের টাকা (ITR Filing) যদি সঞ্চয়ে নাও থাকে, তাহলেও কর জমা দিতে পারবেন সময়ের মধ্যেই। দেরি হবে না এবং দেরির জন্য জরিমানা কিংবা সুদ কোনওটাই দিতে হবে না। ক্রেডিট কার্ডের মাধ্যমে কর জমা (Income Tax) করলে আর কোনও দুশ্চিন্তা নেই। অন্য কোনও মাধ্যমে অর্থাৎ ব্যাঙ্ক চেক বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে কর জমা করলে তা প্রসেস হতে সময় লাগে, কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দিলে তা অনেক দ্রুত পেমেন্ট কনফার্মেশন এনে দেয়। এই ক্রেডিট কার্ডের (Credit Card) মাধ্যমে পেমেন্ট করলে আয়কর বিভাগের পক্ষ থেকেও অনেক দ্রুত কর জমা করে নেওয়া হয়।
কীভাবে ক্রেডিট কার্ডের মাধ্যমে কর জমা করবেন
সবার প্রথমে আপনাকে ইনকাম ট্যাক্সের (ITR Filing) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর নিজের প্যান নং দিয়ে লগ ইন করতে হবে।
এরপর যথাযোগ্য আইটিআর ফর্ম বেছে নিয়ে তা পূরণ করে ই-ভেরিফাই করে নিতে হবে।
এরপর ট্যাক্স পেমেন্টের জন্য Generate Challan বলে একটা অপশন থাকবে। সেখান থেকে চালান তৈরি করতে হবে যাতে আপনার করের অঙ্ক এবং চালানের সিরিয়াল নম্বর থাকবে।
এরপরে যেতে হবে Pay Tax অপশনে, এখানে গেলেই দেখা যাবে ক্রেডিট কার্ডে পেমেন্টের অপশন রয়েছে।
তাঁর আগে চালানের সমস্ত তথ্য এখানে বসিয়ে নিতে হবে।
ক্রেডিট কার্ডের (Credit Card) সব তথ্য দিয়ে এখান থেকে আপনি সহজেই পেমেন্ট করতে পারবেন।
কী কী সমস্যা হতে পারে
তবে কিছু কিছু ক্ষেত্রে ক্রেডিট কার্ডের মাধ্যমে আয়কর জমা করার সময় ক্রেডিট কার্ড সংস্থা কিছু চার্জ করতে পারে। এমনকী এর মাধ্যমে কোনও রিওয়ার্ড পয়েন্ট আপনি নাও পেতে পারেন। যেহেতু ক্রেডিট কার্ডে উচ্চ হারে সুদ ধার্য হয় এর ডিউ ডেট পেরিয়ে যাওয়ার কারণে, তাই বড় অঙ্কের কর (ITR Filing) এই ক্রেডিট কার্ডের মাধ্যমে না জমা করাই ভাল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Demat Account: ডিম্যাট অ্যাকাউন্টে আপনার অজান্তেই লেনদেন ! কীভাবে ফ্রিজ করবেন অ্যাকাউন্ট ?